বক্তারা বলেন, গ্লোবাল এসোসিয়েশন বিডি প্রবাসে থাকা বাংলাদেশের প্রতিনিধিদের ঐক্যবদ্ধ করে একটি শক্তিশালী কমিউনিটি গড়ে তুলতে কাজ করছে। পাশাপাশি দেশের বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজে সক্রিয়ভাবে সহযোগিতা করে আসছে সংগঠনটি।
ঐক্য, সম্মাননা আর অঙ্গীকারে গ্লোবাল এসোসিয়েশন বিডির তৃতীয় বর্ষপূর্তি উদযাপন। সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরা হয় এবং দেশের কল্যাণে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।
 'আই নিউজ বিডি' অ্যাপ
  'আই নিউজ বিডি' অ্যাপ
  
  
 
		 
				 
			



















 
					     
			 
						 
			 
			 
			 
			 
			 
			