close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

ওঃ ইন্ডিজকে ১৩ রানে হারিয়ে ২-১ এ টি-টুয়েন্টি সিরিজ জিতল পাকিস্তান।..

Bakhtiar S. avatar   
Bakhtiar S.
পাকিস্তান বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ৩ ম্যাচের টি-২০ সিরিজ-এর ৩য় ম্যাচ।

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অনুষ্ঠিত এ সিরিজের ১ম ম্যাচে গত ১ আগস্ট (বাংলাদেশ সময় অনুযায়ী) পাকিস্তান ১৪ রানে এবং গতকাল (৩ আগস্ট) টানটান উত্তেজনাপূর্ণ ২য় ম্যাচে শেষ বলের নাটকীয়তায় ওঃ ইন্ডিজ ২ উইকেটে জয়লাভ করে। সিরিজ নির্ধারণী ম্যাচে আজ মাঠে নামে দুই দল। টসে জিতে পাকিস্তান প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। 

দুই উদ্বোধনী ব্যাটসম্যান দলকে একটা মজবুত ভিত্তি গড়ে দেন। সাহিবজাদা ফারহান ৩টি চার ও ৫টি ছক্কাসহ করেন ৫৩ বলে ৭৪ রান। অপর ওপেনার সাইম আইউব করেন ৪৯ বলে ৪টি চার ও ২টি ছয়সহ ৬৬। তাদের ইনিংসদ্বয় খুব বেশি দ্রুতগতির না হলেও শেষদিকে খুশদিল শাহ্ এবং ফাহিম আশরাফ দ্রুত কিছু রান তোলায়; বিশেষ করে শেষ ওভারে তারা ১৯ রান তোলেন। শেষ পর্যন্ত পাকিস্তানের ইনিংস শেষ হয় নির্ধারিত ২০ ওভারে ১৮৯/৪ রানে। ওঃ ইন্ডিজের পক্ষে রোস্টন চেজ ও জেসন হোল্ডার যথাক্রমে ৩১ ও ৩৪ রান দিয়ে ১টি করে উইকেট পান। 

১৯০ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ওঃ ইন্ডিজ নির্ধারিত ওভার শেষে ৬ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১৭৬ রান তুলতে সক্ষম হয়। দলের হয়ে সর্বোচ্চ ৬০ রান করেন ৪০ বল খেলে অ্যালিক অ্যাথানাজে। তার ইনিংসে ছিল ৮টি চার ও ১টি ছয়। এছাড়া শেরফান রাদারফোর্ড ৪টি চার ও ৩টি ছয়ের সাহায্যে করেন ৩৫ বলে ৫১। পাকিস্তানের সুফিয়ান মুকীম ২০ রানে ১টি এবং হারিস রউফ ৩৪ রানের বিনিময়ে নেন ১টি উইকেট। পাকিস্তান দল ১৩ রানের জয় পায়। 

ম্যাচসেরা প্লেয়ার নির্বাচিত হন তরুন ওপেনার সাহিবজাদা ফারহান। আর সিরিজ সেরা নির্বাচিত হন বাঁহাতি অর্থোডক্স স্পিনার মোহাম্মদ নাওয়াজ। তিনি ৩ ম্যাচে ১১ ওভার বল করে ৭০ রান খরচায় ৭টি উইকেট দখল করেন।

Комментариев нет