অভয়াশ্রম গড়ে দেশি মাছে দেশ ভরার প্রত্যয় নিয়ে কালীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি:
“অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় গাজীপুরের কালীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে সোমবার (১৮ আগস্ট) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা সুলতানা রাজিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তনিমা আফ্রাদ।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও তনিমা আফ্রাদ বলেন, “শিল্পায়নের প্রয়োজন রয়েছে, তবে তার পাশাপাশি প্রাকৃতিক জলাশয় ও বিল রক্ষা করাও অত্যন্ত জরুরি। বর্তমান মাননীয় পরিবেশ উপদেষ্টা বেলাই বিল রক্ষায় আন্তরিকভাবে কাজ করছেন, আমরাও প্রশাসনিকভাবে বিভিন্নভাবে সহযোগিতা করে যাচ্ছি।” তিনি আরও বলেন, স্থানীয় ক্ষুদ্র চাষীদের মৎস্য চাষে উৎসাহিত করতে এবং তাদের সফলতা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের পরামর্শ ও সহযোগিতা প্রদান করা হচ্ছে।
অনুষ্ঠানে সফল মৎস্য চাষী মো. নুরুল ইসলাম তার অভিজ্ঞতা তুলে ধরে বলেন, “প্রায় ৩০ লক্ষ টাকা পুঁজি নিয়ে মৎস্য চাষ শুরু করলেও বর্তমানে আমার সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৭০ লক্ষ টাকায়। অল্প পুঁজিতে অধিক আয়ের সুযোগ থাকায় তরুণ উদ্যোক্তাদের এই খাতে এগিয়ে আসা উচিত।”
সভাপতির বক্তব্যে উপজেলা মৎস্য কর্মকর্তা সুলতানা রাজিয়া বলেন, দেশীয় প্রজাতির মাছ রক্ষায় অভয়াশ্রম তৈরি এবং উৎপাদন বৃদ্ধিতে সরকারের নানা উদ্যোগ চলমান রয়েছে। তিনি চাষীদের আধুনিক প্রযুক্তি ব্যবহার ও সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে উপজেলার সফল মৎস্য চাষী ও উদ্যোক্তাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
মোঃ ওমর আলী মোল্যা
মোবাইল -০১৭২৯৮৩৭৮৯৩
কালীগঞ্জ -গাজীপুর।