close

লাইক দিন পয়েন্ট জিতুন!

অভিনয়ের স্বপ্ন নিয়ে এগিয়ে চলেছে রাফি

Durjoy Gosh avatar   
Durjoy Gosh
জীবনের নানা প্রতিকূলতা জয় করে এগিয়ে যাচ্ছে তরুণ রাফি।

 

ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি তার ছিল গভীর টান। অভিনয়কে শুধু শখ নয়, জীবনের বড় স্বপ্ন হিসেবেই বেছে নিয়েছে সে।

রাফির বেড়ে ওঠা ছিল অনেক কষ্টের মধ্যে দিয়ে। ছোট থেকেই তাকে সংগ্রাম করতে হয়েছে পরিবারকে নিয়ে। তার মা জন্মগতভাবে চোখে দেখতে পান না। এ অবস্থায় মায়ের পাশে দাঁড়াতে হয় রাফিকেই। তবুও দুঃখ-কষ্ট তাকে থামাতে পারেনি।

অভিনয়ের প্রতি ভালোবাসাই রাফির শক্তি। স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন স্থানীয় নাটক—সব জায়গায় তার অংশগ্রহণ প্রশংসিত হয়েছে। রাফি বিশ্বাস করে, একদিন সে বড় পর্দায় অভিনয় করে মানুষের মন জয় করবে।

রাফি বলছে, “মায়ের স্বপ্নই আমার স্বপ্ন। একদিন অভিনয়ের মাধ্যমে মানুষের ভালোবাসা অর্জন করব। মা আমার অভিনয় দেখতে না পারলেও মানুষ যদি আমাকে দেখে তৃপ্তি পায়, সেটাই আমার সার্থকতা।”

রাফির গল্প আমাদের শেখায়—সংগ্রাম থাকলেও স্বপ্নের পথ থেমে থাকে না। পরিশ্রম আর ইচ্ছাশক্তিই পারে একজন মানুষকে তার লক্ষ্য পর্যন্ত পৌঁছে দিতে।

No comments found