close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

নরসিংদী জেলা পুলিশের তৎপরতায় নবজাতক চুরির ১২ ঘণ্টার মধ্যে উদ্ধার..

Mehedi Hasan avatar   
Mehedi Hasan
নরসিংদী জেলা পুলিশের তৎপরতায় নবজাতক চুরির ১২ ঘণ্টার মধ্যে উদ্ধার

রিপোর্ট মেহেদী হাসান: নরসিংদীর একটি বেসরকারি হাসপাতাল থেকে চুরি হওয়া একদিন বয়সী নবজাতককে ১২ ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১১ আগস্ট) রাত দেড়টার দিকে রায়পুরার রাজাবাড়ী গ্রাম থেকে নবজাতকটিকে উদ্ধার করা হয়। এসময় ফাতেমা বেগম (৩৫) নামে এক নারীকে আটক করা হয়।

পুলিশ জানায়, নবজাতক চুরির পর হাসপাতালের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে চোরের পরিচয় শনাক্ত করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে রাজাবাড়ী গ্রামে অভিযান চালিয়ে নবজাতকসহ ফাতেমাকে আটক করা হয় এবং শিশুটিকে মায়ের কোলে ফিরিয়ে দেওয়া হয়।

এর আগে (১০ আগস্ট) রবিবার দুপুর ২টার দিকে শহরের বাসাইল এলাকার ন্যাশনাল হেলথ কেয়ার হাসপাতাল থেকে নবজাতকটি চুরি হয়। শিশুটি শিবপুর উপজেলার সিএনজি চালক শরীফ মিয়া ও তার স্ত্রী মিথিলা বেগমের সন্তান। স্বজনরা অভিযোগ করেছেন, হাসপাতাল কর্তৃপক্ষের অব্যবস্থাপনা ও গাফিলতির কারণেই চুরির ঘটনা ঘটে।

আটক ফাতেমা বেগম রায়পুরার রাজাবাড়ী এলাকার মোখলেছুর রহমানের মেয়ে এবং শিবপুরের কুমারটেক গ্রামের সিরাজুল ইসলামের স্ত্রী। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

No comments found