শনিবার (৯ আগস্ট) সকাল সাড়ে দশটায় টায় উপজেলা পরিষদের সামনে গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে জবাই করে হত্যা ও দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার সাংবাদিক আনোয়ার হোসেনকে ইট দিয়ে মাথা থেতলা করে হত্যার চেষ্টার প্রতিবাদে সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শান্তি ও সারাদেশে সাংবাদিকদের নিরাপত্তার দাবিতে ধামইরহাট উপজেলা সাংবাদিক সমাজের আয়োজনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, ধামইরহাট প্রেসক্লাবের সভাপতি প্রভাষক মো. আব্দুর রাজ্জাক রাজু, সিনিয়র সহসভাপতি মো. আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক মো. মাসুদ সরকার, সাংগঠনিক সম্পাদক মো. শহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক মো. মাহফুজুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদক মোছা. শাহিনা খাতুন, সদস্য মো. মোস্তফা কামাল চৌধুরী জিন্নাহ, মো. হাবিবুর রহমান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. আব্দুল মালেক, মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. রিফাতুল হাসান চৌধুরী সৈকত, সাংবাদিক ইউনিয়নের আহবায়ক মো. রেজুয়ান আলম, যুগ্ন আহবায়ক মো. আলমগীর হোসেন আরাফ, বাংলাদেশ প্রেসক্লাব উপজেলা শাখার সদস্য সচিব মো. নূর সাইদ, সাংবাদিক আবুল জাহের বয়ান, আব্দুল মান্নান প্রমুখ।
close
লাইক দিন পয়েন্ট জিতুন!
নওগাঁর ধামইরহাটে সাংবাদিক সমাজের আয়োজনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ..


No comments found