নির্বাচন প্রতিহতের ষড়যন্ত্র ভেসে যাবে— আমান উল্লাহ

ইস্পাহানী ইমরান avatar   
ইস্পাহানী ইমরান
নির্বাচনের দিন সবাই ভোটকেন্দ্রে অবস্থান করবেন, ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত কেউ কেন্দ্র ছাড়বেন না। ইনশাআল্লাহ, জনগণের ভোটে বিএনপি বিজয়ী হয়ে জাতীয় সরকার গঠন করবে।..

ডাকসুর সাবেক ভিপি ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান বলেছেন, “কেউ যদি নির্বাচন প্রতিহত করতে চায়, জনগণই তাদের প্রতিহত করবে। একটি দল পিআরের নামে দেশে অস্থিরতা ও বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাচ্ছে। কিন্তু জনগণ সেই বিশৃঙ্খলা মেনে নেবে না।”

তিনি বলেন, “প্রধান উপদেষ্টার ঘোষণার পরিপ্রেক্ষিতে আগামী ফেব্রুয়ারির শুরুতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। নির্বাচনের দিন সবাই ভোটকেন্দ্রে অবস্থান করবেন, ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত কেউ কেন্দ্র ছাড়বেন না। ইনশাআল্লাহ, জনগণের ভোটে বিএনপি বিজয়ী হয়ে জাতীয় সরকার গঠন করবে।”

বুধবার (২২ অক্টোবর) বিকেলে কেরানীগঞ্জ মডেল থানার কলাতিয়া ইউনিয়ন কেন্দ্র কমিটির সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

কলাতিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি এনামুল হক চান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির সহসভাপতি নাজিমউদ্দীন নাজিম, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, বিএনপি নেতা মফিজুর রহমান পলাশ, কলাতিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দাউদ সিকদার, গ্রাম আদালতের চেয়ারম্যান আউয়াল সিকদার এবং হযরতপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আলামিন টুলুসহ স্থানীয় নেতাকর্মীরা।

সভা শেষে নেতাকর্মীরা আসন্ন জাতীয় নির্বাচনে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

Nema komentara


News Card Generator