close

লাইক দিন পয়েন্ট জিতুন!

নিম্নমানের ঢালাই করায় কাজ শেষ না হতেই ফাটল

Rakibul Islam avatar   
Rakibul Islam
এত টাকা খরচ করে কাজ হচ্ছে অথচ রাস্তাটা এখনও ব্যবহারযোগ্য হয়নি।

সিরাজগঞ্জের একটি উন্নয়ন প্রকল্পে রাস্তা নির্মাণের কাজ শেষ হওয়ার আগেই ফাটল দেখা দিয়েছে। অভিযোগ উঠেছে, প্রকল্পের ওয়ার্ক অর্ডারে রড দিয়ে আরসিসি (RCC) নির্মাণের কথা থাকলেও বাস্তবে রড ছাড়াই নিম্নমানের ইট, বালু ও খোয়া ব্যবহার করে সিসি (CC) ঢালাইয়ের মাধ্যমে কাজ শেষ করে বিল তোলার চেষ্টা করছে ঠিকাদারী প্রতিষ্ঠান।

জানা যায়, ২০২৪-২৫ অর্থবছরে ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা তহবিলের আওতায় পাঁরপাচিল বদিউজ্জামানের বাড়ি থেকে মান্নানের বাড়ি পর্যন্ত রাস্তা নির্মাণ প্রকল্পে ৯ লাখ ৫৯ হাজার ২০০ টাকা বরাদ্দ ছিল। কিন্তু দ্রুততার সাথে নিম্নমানের ঢালাই করায় কাজ শেষ না হতেই ফাটল ধরে যান চলাচলে বাধা সৃষ্টি হয়েছে।

এলাকাবাসীর অভিযোগ, পরিকল্পনা অনুযায়ী আরসিসি রাস্তা না করে সিসি ঢালাই করায় টেকসই হয়নি। তারা দ্রুত পুনঃনির্মাণের দাবি জানিয়েছে। সরেজমিনে গিয়ে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক সচিব ও প্রশাসক অনিয়মের সত্যতা পান। রাস্তার বিভিন্ন স্থানে ফাটল ও ঢালাই ভেঙে পড়ার চিত্র ধরা পড়ে।

স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, “এত টাকা খরচ করে কাজ হচ্ছে অথচ রাস্তাটা এখনও ব্যবহারযোগ্য হয়নি। আমরা চাই ওই ঠিকাদারী প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।”

ইউপি প্রশাসনিক কর্মকর্তা মেহেদী হাসান জানান, এলাকাবাসীর অভিযোগের পর সরেজমিনে গিয়ে দেখা যায়, কিছু অংশ আরসিসি করা হলেও পরে সিসি ঢালাই করা হয়েছে। নিম্নমানের কাজ ও অনিয়মের কারণে এখনো বিল প্রদান করা হয়নি।

ইউপি প্রশাসক ডা. আলমগীর হোসেন বলেন, “আগামী সোমবার রাস্তা পরিদর্শনে যাবো। এখনো এ কাজের বিল দেওয়া হয়নি।”

এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছে।

No comments found