close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

নিখোঁজ ৬০ বছর বয়সী হনুফা বেগমকে খুঁজছে পরিবার

জাকারিয়া রানা avatar   
জাকারিয়া রানা
জাকারিয়া রানা
জেলা প্রতিনিধি পটুয়াখালী

নিখোঁজ সংবাদ

 

সাভার এলাকায় গত ১৮ নভেম্বর ২০২৫ (মঙ্গলবার) সকাল ১০টার দিকে বাসা থেকে বের হওয়ার পর থেকে হনুফা বেগম (বয়স ৬০) নামের এক নারী নিখোঁজ রয়েছেন। তিনি হঠাৎ বাড়ি থেকে বের হয়ে যান এবং এরপর আর ফিরে আসেননি। পরিবারের সদস্যরা সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেও তার কোনো সন্ধান পাননি।

 

নিখোঁজ ব্যক্তির বিবরণ:

 

নাম: হনুফা বেগম

 

বয়স: ৬০ বছর

 

লিঙ্গ: মহিলা

 

উচ্চতা: ৫ ফুট ৪ ইঞ্চি

 

গায়ের রং: শ্যামলা

 

 

নিখোঁজ হওয়ার পর থেকে পরিবারের মাঝে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।

 

যদি কোনো দয়ালু ব্যক্তি উক্ত নারীর সন্ধান পান কিংবা তার বিষয়ে কোনো তথ্য জানতে পারেন, তাহলে দয়া করে নিচের নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হচ্ছে—

 

যোগাযোগ:

জাকারিয়া রানা

মোবাইল: ০১৬০৩৮৪৪৯১১

ঠিকানা: বরিশাল

 

নিখোঁজ ব্যক্তিকে খুঁজে পেতে সকলের সহায়তা কামনা করছি।



News Card Generator