অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কালচারাল একাডেমির পরিচালক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নাভিদ রেজওয়ানুল কবীর। একাডেমির নৃত্য শিক্ষক মালা মার্থা আরেংয়ের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন, জেলা প্রশাসক বনানী বিশ্বাস। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক শামীমা ইয়াসমিন, বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, বিশিষ্ট শিক্ষাবিদ এডভোকেট এম এ জিন্নাহ, শেরপুর জনউদ্যোগ এর আহ্বায়ক আবুল কালাম আজাদ,কোচ লেখক ও গবেষক যুগল কিশোর কোচ, সমাজকর্মী সুশান্ত কোচ প্রমুখ।
বক্তারা বলেন,আদিবাসী কোচ সম্প্রদায়ের বিহু উৎসব কোচ সম্প্রদায়ের একটি ঐতিহ্যবাহী উৎসব, যা তাদের সংস্কৃতি ও আত্মপরিচয়ের অংশ। বিহু উৎসব হল কোচদের বর্ষবরণের উৎসব। কোচ নৃত্য ও গীতের মাধ্যমে বিহু উৎসব উদযাপিত হয়। কোচদের বর্ণিল ও বৈচিত্র্যময় বিহু উৎসবকে বাঁচিয়ে রাখতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান অতিথিরা।
শেষে সন্ধ্যার পর বৃহত্তর ময়মনসিংহের বিভিন্ন উপজেলা থেকে আগত কোচ সম্প্রদায়ের শিল্পীবৃন্দরা বর্ণিল পোশাক পরে নেচে-গেয়ে নিজেদের গৌরবের ইতিহাস-ঐতিহ্য ও সংস্কৃতিকে দর্শকদের সামনে
তুলে ধরে।