close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

নেপালে বসছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব, লড়বে বাংলাদেশসহ ১০ দল..

Mehedi Hasan avatar   
Mehedi Hasan
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিতে আগামী বছরের শুরুতে নেপালে বসতে যাচ্ছে বাছাইপর্বের আসর। যেখানে চারটি শূন্যস্থান পূরণে লড়বে ১০টি দল..

বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে আয়োজক দেশ হিসেবে নেপালের নাম ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

২০২৬ সালের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এই বাছাইপর্ব অনুষ্ঠিত হবে ১২ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত। টুর্নামেন্টের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে কাঠমান্ডুর লোয়ার মুলপানি ও আপার মুলপানি ক্রিকেট স্টেডিয়ামে।

এবারের বাছাইপর্বে সরাসরি জায়গা পেয়েছে বাংলাদেশ ও আয়ারল্যান্ড। এশিয়া অঞ্চল থেকে উঠে এসেছে থাইল্যান্ড ও স্বাগতিক নেপাল। আমেরিকা অঞ্চল থেকে জায়গা করে নিয়েছে যুক্তরাষ্ট্র। বাকি পাঁচটি দল বাছাই হবে আফ্রিকা ও ইউরোপ অঞ্চল থেকে দুটি করে এবং পূর্ব এশিয়া-প্যাসিফিক অঞ্চল থেকে একটি।

টুর্নামেন্টের ১০ দলকে ভাগ করা হবে দুইটি গ্রুপে। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ তিনটি দল যাবে ‘সুপার সিক্স’ পর্বে। এখান থেকেই নির্ধারিত হবে সেমিফাইনাল, ফাইনাল এবং মূল বিশ্বকাপের চারটি কোয়ালিফাইং দল।

উল্লেখ্য, ২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে জুন-জুলাই মাসে, যেখানে প্রথমবারের মতো অংশ নেবে ১২টি দল। আগের আসরে খেলেছিল ১০টি দল। সর্বশেষ আসরে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শিরোপা ঘরে তোলে নিউজিল্যান্ড নারী দল।

কোন মন্তব্য পাওয়া যায়নি