close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

নব্বই দশকের ‘ভয়ংকর বদু’ ডিবি পুলিশের জালে!

রাসেল মাহমুদ avatar   
রাসেল মাহমুদ
রাসেল মাহমুদ।। যশোরে নব্বই দশকে ত্রাস সৃষ্টি করা কুখ্যাত সন্ত্রাসী ‘বদু বাহিনী’র প্রধান মোসলেম উদ্দিনকে ২৮ বছর পর গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। ছাত্রদল নেতা বাবলু হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রা..

নব্বই দশকে যশোরে ত্রাস সৃষ্টি করা কুখ্যাত সন্ত্রাসী চক্র 'বদু বাহিনী'র প্রধান মোসলেম উদ্দিন ওরফে বদু (৭২) অবশেষে আইনশৃঙ্খলা বাহিনীর জালে ধরা পড়েছেন। তিনি তৎকালীন ছাত্রদল নেতা বাবলু হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ও পলাতক আসামি।

গত ২৪ জুলাই (বুধবার) রাত ১০টা ২০ মিনিটে যশোরের কোতোয়ালি থানার কামালপুর (কুয়াদা) এলাকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। অভিযানে নেতৃত্ব দেন ডিবি পুলিশের অফিসার ইনচার্জ, সঙ্গে ছিলেন এসআই (নিঃ) অলক কুমার পিপিএম, এএসআই (নিঃ) মো. শামসুজ্জামান এবং সঙ্গীয় ফোর্সের একটি চৌকস দল।

ডিবি সূত্রে জানা যায়, দীর্ঘ ২৮ বছর ধরে মোসলেম উদ্দিন ভারত ও মালয়েশিয়ায় আত্মগোপনে ছিলেন। বাবলু হত্যা মামলাটি ১৯৯৬ সালে যশোর সিটি কলেজ ছাত্রদলের তৎকালীন সহ-সভাপতি বাবলুর ওপর চালানো হামলার ঘটনায় দায়ের করা হয়। মামলাটি জিআর-১৯৪১/৯৬ নম্বরে নথিভুক্ত এবং এই মামলায় তার বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ডের সাজাপ্রাপ্ত গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

এছাড়াও তার বিরুদ্ধে জিআর-৯৫৬/৯৭ নম্বর একটি অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পরোয়ানাও রয়েছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।

গ্রেফতারের পর মোসলেম উদ্দিনকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Tidak ada komentar yang ditemukan