আর কে ওসমান আলী, নবাবগঞ্জ প্রতিনিধি:-
হারিয়ে যাওয়া গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলাকে পুনরুদ্ধার করতে ও মাদক থেকে যুব সমাজকে দুরে রাখতে দিনাজপুরের নবাবগঞ্জে অনুষ্ঠিত হয়েছে ঘোড়া দৌড় প্রতিযোগিতা।
শুক্রবার (১১ জুলাই) বিকেল ৫ টায় উপজেলার মাহমুদপুর ইউনিয়নের হরিনাথপুর উত্তর পাড়া যুব সমাজের আয়োজনে করিমপুর মাঠে এই ঘোড়া দৌড় প্রতিযোগিতা হয়। প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি খলিলুর রহমান।
খেলায় নবাবগঞ্জ, ঘোড়াঘাট,পলাশবাড়ী, পার্বতীপুর,রংপুর, বদরগঞ্জ সহ বিভিন্ন এলাকার ৩টি গ্রুপে মোট ২০ টি ঘোড়া অংশগ্রহণ করে। বিজয়ী হন ঘোড়াঘাট উপজেলার শ্রীচন্দ্রপুরের জাকারিয়ার ঘোড়া বাহাদুর ।
খেলা দেখতে আসা দর্শকরা জানান,ঘোড়া দৌড় প্রতিযোগিতা গ্রাম বাংলার একটি ঐতিহ্যবাহী খেলা। আগে বিভিন্ন স্থানে এই ঘোড়া দৌড় খেলা দেখা যেতো কিন্তু এখন সচরাচর আর দেখা যায়না। দীর্ঘদিন পরে এ প্রতিযোগিতা দেখে হারিয়ে যাওয়া ঐহিত্যকে মনে পড়ে গেল। তবে এমন আয়োজন প্রতিবছরেই হলে ভালো হয়।
খেলার আয়োজক কমিটির সভাপতি রেজাউল করিম জানান , গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলাটি বর্তমানে হারিয়ে যেতে বসেছে। হারিয়ে যাওয়া খেলাকে পুনরুদ্ধার করতে ও মাদক থেকে যুব সমাজকে দুরে রাখতে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে ।