close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

নাটোরে হিন্দু সেজে কীর্তনে আলিঙ্গনের ছলে স্বর্ণালঙ্কার চুরি, তিন নারী গ্রেপ্তার..

MD FARUK HOSSAIN avatar   
MD FARUK HOSSAIN
কীর্তনে হরিনাম আর হরেকৃষ্ণ জপ করার এক পর্যায়ে এক সময় অন্যদের মতো তারাও ওই চায়না রাণীকে আবেগি ছলে আলিঙ্গন করতে করতে জপে মগ্ন হয়। হঠাৎ তিনি খেয়াল করেন, তার গলায় স্বর্ণের চেইন নেই।..

জেলা প্রতিনিধি, নাটোরঃ নাটোরের বড়াইগ্রামে হিন্দুধর্মাম্বলীদের কীর্তন অনুষ্ঠানে হিন্দু সেজে এসে অলংকার চুরি করেছেন তিনজন মুসলিম নারী। এ ঘটনায় ওই তিন নারীকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার দুপুরে তাদেরকে আদালতে পাঠানো  হয়েছে। এর আগে শনিবার উপজেলার লক্ষ্ণীকোল বাজারে শ্রী শ্রী কালী মাতার মন্দিরে এ ঘটনা ঘটে।
গ্রেপ্তার ওই ৩ নারী হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানার ধর মন্ডল চকবাজার এলাকার দুলাল মিয়ার স্ত্রী শামসুন্নাহার (২৮), আরিছ মিয়ার স্ত্রী লিপি আক্তার (৩০) এবং হুমায়ুন কবিরের স্ত্রী রোজিনা খাতুন (২৬)।
জানা গেছে, শ্রী শ্রী কালী মাতার মন্দিরে চলছিল মহা হরিনাম ও লীলা কীর্তন অনুষ্ঠান। শনিবার ছিল ওই অনুষ্ঠানের শেষ দিন। অনুষ্ঠানে স্থানীয় হিন্দু ধর্মাবলম্বী ছাড়াও আশেপাশের ভক্তরা যোগ দেন।  অনুষ্ঠান উপলক্ষ্যে আসেন আত্বীয়-স্বজনও। তারাও যোগ দেন ওই অনুষ্ঠানে। এরই অংশ হিসেবে মেয়ে জামাইয়ের বাড়ি বেড়াতে এসে ওই কীর্তনে যোগ দেন দিনাজপুর জেলার বিরামপুর এলাকার মৃত মন্টু কুন্ডুর স্ত্রী চায়না রানী (৫৫)। লীলা কীর্তনে তিনি অপর সব ভক্তদের সঙ্গে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলে জপ করে থাকেন। হঠাৎ তাদের পাশে এসে বসেন ৩ নারী। তাদের কপালে সিঁদুর, হাতে শাখা-পলা। ওই কীর্তনে হরিনাম আর হরেকৃষ্ণ জপ করার এক পর্যায়ে এক সময় অন্যদের মতো তারাও ওই চায়না রাণীকে আবেগি ছলে আলিঙ্গন করতে করতে জপে মগ্ন হয়। হঠাৎ তিনি খেয়াল করেন, তার গলায় স্বর্ণের চেইন নেই। বিষয়টি তিনি মেয়ে জামাই মিন্টু কুমার কুন্ডুকে জানালে কমিটির লোকজনসহ ওই তিন নারীকে জিজ্ঞাসাবাদ করতে থাকেন। এক সময় স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশের জিজ্ঞাসাবাদে ফাঁস হয় তাদের আসল পরিচয়। এর পর ওই ৩ নারীর দেহ তল্লাশি করে উদ্ধার হয় চায়না রাণীর ১৪ আনি ৬ রতি ওজনের স্বর্ণের চেইন। গ্রেপ্তার করা হয় ওই ৩ নারীকে।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরওয়ার হোসেন জানান, ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। আটক নারীদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে এমন তথ্যও পেয়েছেন তারা। রবিবার তাদেরকে কোর্টে চালান দেওয়া হয়েছে।

No comments found