close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

নারায়ণগঞ্জের কাচঁপুরে ১২ কেজী গাঁজা ও পিকআপসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়। স্টাফ রিপোর্টার মোঃ ইউসুফ চৌধুরী।..

Eusuf Chowdhury avatar   
Eusuf Chowdhury
নারায়ণগঞ্জের কাচঁপুরে ১২ কেজী গাঁজা ও পিকআপসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়।

স্টাফ রিপোর্টার মোঃ ইউসুফ চৌধুরী।

শনিবার (১২ জুলাই)দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন (ওসি) ওয়াহিদ মোরশেদ।..

শনিবার (১২) জুলাই  দুপুরের দিকে এই বিষয়টি নিশ্চিত করেন ওসি ওয়াহিদ মোরশেদ। 

শুক্রবার (১১) জুলাই রাতে আনুমানিক ১১.৩০ মিনিটের দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ঢাকাগামী লেনে লঙ্গল বন্ধ  ব্রীজের পশ্চিম পার্শ্বে চেকপোস্ট বসে,চেকপোস্ট পুলিশ সদস্য মালবাহী ট্রাক ও পিকাপ চেকিং করা কালিন। ঢাকা মেট্রো_ন _২০-৩৪৩৫ গাড়ি রাস্তার পাশে দাড় করায় তল্লাশি চালিয়ে ১২ কেজি গাজা সহ দুই কারবারি কে,আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলো নেত্রকোনা জেলার মারহাট্টা থানার অতীতপুর গ্রামের আঃ গনির ছেলে আঃ হাসি(২৮) ও লালমনিরহাটের সদর উপজেলার হিরামানিক এলাকার মকবুল হোসনের ছেলে শাকিনুর রহমান(২৬)।

কাঁচপুর হাইওয়ে থানার ওসি ওয়াহিদ মোরশেদ জানান গোপন সংবাদের ভিত্তিতে এস আই মতিউর রহমান ও তার ফোর্সসহ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ঢাকাগামী লেন লঙ্গল বন্ধ ব্রিজের পশ্চিম পাশে চেকপোস্ট বসিয়ে। ১২ কেজি গাজা সহ দুই মাদককারি ও একটি পিকআপ জব্দ করা হয়। 

No comments found