নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ২০ কেজি গাঁজা ও ১৯৭ বোতল ফেনসিডিল সহ আটক- ৬ মাদক কারবারি..

GK Shohag avatar   
GK Shohag
জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ।

নারায়ণগঞ্জের সোনারগাঁও থানা এলাকা থেকে ২০ কেজি গাঁজা ও ১৯৭ বোতল ফেনসিডিল সহ ৬ জন মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব-১১। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত ০১টি সিএনজি জব্দ করা হয়।

বুধবার (২০ আগস্ট) সন্ধ্যায়, নিজস্ব গোয়েন্দা নজরদারি ও গোপন তথ্যের ভিত্তিতে, র‍্যাব-১১ এর একটি চৌকস আভিযানিক দল সোনারগাঁও থানাধীন সোনাখালী এলাকা থেকে আসামিদের গ্রেফতার করে। 
আটককৃত আসামিরা হলেন,মোঃ জাহাঙ্গীর আলম (২৫), মোঃ তরিকুল ইসলাম (২৮)মোঃ দুলু মোল্লা (২৮), মোঃ নাসির (৩৫), তরিকুল ইসলাম (৩১) ও মোঃ আশিক মিয়া (২৬)।

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামিরা মাদক ব্যবসার সাথে সংশ্লিষ্টতার বিষয় স্বীকার করেছে। তারা জানায় যে, তারা সকলেই মাদক  ব্যবসার সাথে জড়িত। তারা জব্দকৃত মাদকদ্রব্য কুমিল্লা থেকে এনে বিক্রয়ের উদ্দেশ্যে নিজ নিজ হেফাজতে রেখেছিল। তারা পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে, কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে অভিনব কায়দায় গাঁজা ও ফেনসিডিল এনে নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।

গ্রেফতারকৃত আসামিদেরকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সোনারগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।

No comments found