close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

নারায়নগঞ্জ শহরের জিমখানা এলাকায় দিনে দুপুরে ডাকাতি পালানোর সময় অশ্রের ভয় দেখিয়ে চম্পট তিন ডাকাত ....

Md Mithu Ahammad avatar   
Md Mithu Ahammad
নারায়নগঞ্জ শহরের জিমখানা এলাকায় দিনে দুপুরে ডাকাতি পালানোর সময় অশ্রের ভয় দেখিয়ে চম্পট তিন ডাকাত ....

নারায়নগজ্ঞ শহরের পাইকপাড়ায় প্রকাশ্য দিনে দুপুরে ডাকাতির ঘটনা ঘটেছে গতকাল ১৭ই আগস্ট বিকেল আনুমানিক সারে চার ঘটিকা থেকে পাঁচ ঘটিকার সময় জিমখানা এলাকায় একটি ঘরে হঠাৎ সন্তাসী রা প্রবেশ করে অশ্রের মুখে জিম্মি করে ঘরে থাকা নগদ অর্থ ও বিভিন্ন জিনিসপত্র লুট করে পালিয়ে যাওয়া হয়েছে এই প্রসংগে নারায়নগজ্ঞ সদর থানায় একটি সাধারন ডায়রি করা হয় যার হুবাহু বর্ননায় নিম্নে তুলে দরা হলো ।

 

আমি মো মিঠু আহম্মেদ পিতা মো আলমগীর হোসেন মাতা হাসিনা বেগম সাং পাইকপাড়া নয়াপারা নারায়নগজ্ঞ সদর জাতিয় পরিচয় পত্র নং ৭৭৭৮৬৭৪০১৫ আপনার থানায় একটি অভিযোগ করছি যে গতকাল ১৭আগস্ট আনুমানিক বিকাল চার টা পজ্ঞাশ মিনিট এর সময় আমার মায়ের বসবাস কৃত ভারা বাড়িতে এক দল সংজ্ঞব্দ সন্ত্রাসী চক্রের সদস্যগন হাজির হয়ে কোন কিছু বুজে উঠার আগেই কোমরে থাকা পিস্তল বের করে আমাদের দিকে তাক করে বলতে থাকে কেউ কথা বলবি না কথা বললে গুলি করে মেরে ফেলবো অশ্রের ভয় আমি সহ আমার অসুস্থ মা ও আমার দশ মাসের অসুস্থ ছেলে সহ আমাদের ঘোটা পরিবারের সদস্যরা আতংকীত হয়ে পরার এক মুহুতে একটি ছেলে ঘরের সকল আসবাবপত্র লন্ড বন্ড করে আমার মার চিকিৎসার জন্য ব্যায় করতে রাখা নগদ আশি হাজার টাকা ও আমার স্ত্রীর কানে থাকা চার আনা অজনের কানের দুল খুলে নেয় এমতঅবস্থায় আমার স্ত্রীর কোলে থাকা দশ মাস বয়সি আমার অসুস্থ ছেলে ভয়ে চিৎকার করলে আমি এসব কিছু শয্য করতে না পারলে চিৎকার শুরু করলে আমার ডাক চিৎকারে আশপাশের বসবাস করা লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসী দলের সদস্যরা দৌরে পালানোর চেষ্টা করলে আমি ও এলাকার বিভিন্ন লোকজন তাদের গ্রুপের একজন সদস্য কে পাইকপাড়া পুল এলাকায় জনগন থামালে ঠিক তখন মোটরসাইকেল দিয়ে সন্তাসী গ্রুপের দুইজন সদস্য পিস্তল বের করে জনগন কে বলতে থাকে গুলি করে দিব বলতে বলতে জনগনের কাছে আটক হওয়া সন্তাসীকে মোটরসাইকেলে করে নিয়ে পালিয়ে যায় এবং যাওয়ার সময় বলতে থাকে পরব্তীতে পাইলে আমি ও আমার পরিবারের সদস্যদের বড় দরনের ক্ষতি হত্যা করে পানিতে ভাসিয়ে দিবে যার প্রমান ও কেউ পাবে না ।এ ঘটনায় আমি সন্ত্রস্রী সদস্যদের একজনের পরিচয় নিশ্চিত হতে পারি পরবর্তী সময়ে এবং ঘটনার সম্পূর্ণ ভিডিও সিসি ক্যামেরা ও মোবাইল ফোনে সংরক্ষিত আছে ।যার পরিচয় সনাক্ত করতে পারি সেই ব্যাক্তির নাম সুমন ও নতুন জিমখান শান্তি বাবুর রিক্সার গেরেজে রিক্সা চালাতেন এবং থাকতেন । 

এমত অবস্থায় নিজের লুট হওয়া অর্থ উদ্ধার ও অভিযুক্ত ব্যাক্তিদের গ্রেফতার করে আমি সহ আমার পরিবারের সদস্যদের জিবন সুরক্ষা করতে হুজুরের মর্জি হয়  

 

এ ঘটনার সংজ্ঞে জরিত অপরাধিদের দ্রুত গ্রেফতার করতে ভুক্তভুগী পরিবারের দাবি দ্রুত অপরাধিদের গ্রেফতার করে লুট হওয়া অর্থ মালামাল ফিরত আনতে নারায়নগজ্ঞ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার হস্থক্ষেপ কামনা ও সঠিক বিচার নিশ্চিত করা ।

No comments found