নানা আয়োজনে জয়পুরহাটে হিন্দু ধর্মাবলম্বীদের পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন করা হয়েছে।
শনিবার (১৬ আগস্ট) বেলা ১২টার দিকে শহরের কেন্দ্রীয় বারোয়ারী মন্দিরে প্রদীপ জালিয়ে দিবসের সূচনা করেন জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি এ্যাড. হৃষিকেষ সরকার। সেখানে আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
শোভাযাত্রায় অতিরিক্ত জেলা প্রশাসক বিপুল কুমার, বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন, জেলা জামায়াতের সহকারি সেক্রেটারী এ্যাড. মামুনুর রশীদ ও জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক নন্দ কিশোর আগরওয়ালা, জেলা কৃষকদলের আহবায়ক সেলিম রেজা ডিউক, জেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক স্বপন কুমার তালুকদারসহ হাজারো হিন্দু ধর্মাবলম্বী মানুষ অংশ নেন।