close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

নাগরপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন..

MD SHIPON RANA avatar   
MD SHIPON RANA
নাগরপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

 

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয়েছে টাঙ্গাইলের নাগরপুরে। বুধবার (২০ আগস্ট) দুপুরে উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আনন্দ র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা বিএনপি কার্যালয় প্রাঙ্গণ থেকে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে একটি বর্ণাঢ্য র‌্যালির উদ্বোধন করা হয়। র‌্যালিটি সদর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা বিএনপি কার্যালয়ে গিয়ে সংক্ষিপ্ত আলোচনায় মিলিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাজাহান সাজু এবং সঞ্চালনা করেন সদস্য সচিব জিহাদ হোসেন ডিপটি। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা এম এ ছালাম।

সভায় আরও বক্তব্য রাখেন—

উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহমদ আলী রানা

কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি এডভোকেট ইকবাল হোসেন খান

রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আতিকুর রহমান আতিক

উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. রফিজ উদ্দিন

কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-আইন বিষয়ক সম্পাদক আব্দুল মোমেন মিয়া

জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আল মামুন ও সাদিকুর রহমান সাদিক

উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক সম্পাদক আবুল কাসেম মানিক

দপ্তর সম্পাদক মিজানুর রহমান লাভলু

যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব মো. নজরুল ইসলাম

কৃষক দলের সাধারণ সম্পাদক মো. জাহিদ হাসান

উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মীর খালিদ মাহবুব রাসেল ও সদস্য সচিব শহিদুল ইসলাম মনি প্রমুখ।


অনুষ্ঠানে উপজেলা বিএনপি, যুবদল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা অংশ নেন।

No comments found