close

লাইক দিন পয়েন্ট জিতুন!

নাগরপুরে অনিবন্ধিত ডায়াগনস্টিক সেন্টার ও ভুয়া ডাক্তারদের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান..

MD SHIPON RANA avatar   
MD SHIPON RANA
নাগরপুরে অনিবন্ধিত ডায়াগনস্টিক সেন্টার ও ভুয়া ডাক্তারদের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান..

 

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
মান্যবর সিভিল সার্জন টাঙ্গাইল স্যারের নির্দেশনায় অদ্য ২১ আগস্ট (বৃহস্পতিবার) নাগরপুর উপজেলায় অনিবন্ধিত ডায়াগনস্টিক সেন্টার ও ভুয়া ডাক্তারদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে নিরাপদ স্বাস্থ্য ক্লিনিকে লাইসেন্স না থাকা এবং ল্যাবরেটরিতে মেয়াদোত্তীর্ণ রিয়াজেন্ট ব্যবহার করার কারণে ভোক্তা সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানটিকে ২০,০০০ টাকা জরিমানা করা হয় এবং লাইসেন্স না পাওয়া পর্যন্ত প্রতিষ্ঠানটি বন্ধ ঘোষণা করা হয়।

এছাড়া, রাজ ডায়াগনস্টিক সেন্টার, তেবাড়িয়াতে লাইসেন্স সংক্রান্ত কাগজপত্র না থাকা, মেডিকেল টেকনোলজিস্ট ল্যাব না থাকা এবং মেয়াদোত্তীর্ণ কেমিকেল রিয়াজেন্ট রাখার কারণে প্রতিষ্ঠানটিকে সিলগালা করে বন্ধ ঘোষণা করা হয়। পাশাপাশি ভোক্তা সংরক্ষণ আইনে ১০,০০০ টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনায় উপজেলা স্বাস্থ্য প্রশাসনের পাশাপাশি উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার জনাব দ্বীপ ভৌমিক, সেনাবাহিনীর ক্যাপ্টেন জনাব ফাহিম ও  টিমের সদস্যবৃন্দ।

No comments found