নাগরপুরে অবৈধ সিসা কারখানার বিরুদ্ধে এক্সক্যাভেটর চালাল প্রশাসন..

MD SHIPON RANA avatar   
MD SHIPON RANA
আই নিউজ বিডির খবর প্রকাশের পর
নাগরপুরে অবৈধ সিসা কারখানার বিরুদ্ধে এক্সক্যাভেটর চালাল প্রশাসন..

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার বীর সলিল গ্রামে অবস্থিত দুটি অবৈধ সিসা উৎপাদনকারী কারখানার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযান পরিচালিত হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই ২০২৫) বিকেল ৩টা থেকে ৪টা ৩০ মিনিট পর্যন্ত চলা এ অভিযানে একটির কার্যক্রম সম্পূর্ণভাবে গুঁড়িয়ে দেওয়া হয় এবং অপরটি সিলগালা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব দীপ ভৌমিক। তিনি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অবৈধ ব্যাটারি পুনঃপ্রক্রিয়াজাতকরণ কারখানার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করেন। একটি কারখানা ভেকু (এক্সক্যাভেটর) দিয়ে ধ্বংস করা হয়, অপরটিকে তালাবদ্ধ করে সিলগালা করা হয়।

এই সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর মেজর মোঃ মাসুদ এবং পরিবেশ অধিদপ্তর, টাঙ্গাইল জেলা কার্যালয়ের পরিদর্শক জনাব বিপ্লব কুমার সূত্রধর। সেনাবাহিনীর একটি টিম অভিযানে সক্রিয় সহযোগিতা প্রদান করে।

পরিবেশ অধিদপ্তরের টাঙ্গাইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজীব কুমার ঘোষ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, "পরিবেশ সুরক্ষায় জেলাজুড়ে অবৈধ ও পরিবেশের জন্য ক্ষতিকর কারখানার বিরুদ্ধে এ ধরনের অভিযান চলমান থাকবে।"

এই অভিযান এলাকাবাসীর মধ্যে স্বস্তি ও সন্তোষের জন্ম দিয়েছে। স্থানীয়রা বলেন, দীর্ঘদিন ধরে কারখানাগুলোর কারণে পরিবেশ দূষণ হচ্ছিল। তারা প্রশাসনের এ ধরনের কার্যকর উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।

No comments found