close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

নাগরপুরে মডেল মসজিদ নিয়ে মানববন্ধন, সমাধানের আহ্বান শামিম আহম্মেদের"..

MD SHIPON RANA avatar   
MD SHIPON RANA
নাগরপুরে মডেল মসজিদ নিয়ে মানববন্ধন, সমাধানের আহ্বান শামিম আহম্মেদের"

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
আজ সোমবার টাঙ্গাইলের নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন দক্ষিণ নাগরপুর এলাকায় মডেল মসজিদের স্থান নির্ধারণ সংক্রান্ত ইস্যুতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে স্থানীয়দের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য, যারা নিজেদের ওয়াকফকৃত জমি নিয়ে দাবি তুলে ধরেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীদের প্রতি সহমর্মিতা প্রকাশ করে নাগরপুরের সমাজসেবক ও সচেতন নাগরিক শামিম আহম্মেদ সামাজিক যোগাযোগ মাধ্যমে এক আবেগঘন বার্তা দিয়েছেন। তিনি বলেন, “মানববন্ধনে অংশগ্রহণকারী যারা ওয়াকফ করেছেন, তাদের দাবি অযৌক্তিক নয়। তারা অনেক ত্যাগ স্বীকার করেছেন, যা সহজে কেউ করে না। ওয়াকফকৃত জমির মাধ্যমে তারা মসজিদের জন্য বিরাট অবদান রেখেছেন।”

তিনি এই ইস্যুতে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকল উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলেন, “ওয়াকফকৃত জমির যথাযথ মূল্যায়ন করে তা ফিরিয়ে দেওয়ার উদ্যোগ গ্রহণ করুন। সেইসাথে আর্থিক ক্ষতিপূরণ ও দক্ষিণ নাগরপুর এলাকার উন্নয়নে বিশেষ নজর দিন।”

একইসাথে শামিম আহম্মেদ দক্ষিণ নাগরপুরবাসীর প্রতি উদারতার অনুরোধ জানিয়ে বলেন, “আপনারা পুরো নাগরপুর উপজেলার স্বার্থে নিজের স্বার্থ বিসর্জন দিয়ে মডেল মসজিদের জন্য কলেজ গেট সংলগ্ন স্থানকে গ্রহণযোগ্যতা দিন। এ স্থানটি পুরো উপজেলার মানুষের জন্য উপযোগী হবে।”

তিনি আরও বলেন, “মডেল মসজিদ যেন দ্রুত দৃশ্যমান হয়—এটা আমাদের সকলের প্রাণের দাবি। কেউ দুঃখ পাবেন না, আমরা চাই শান্তিপূর্ণ সমাধান হোক। সকলের কাছে দোয়া প্রার্থনা করছি।”

No comments found