close

লাইক দিন পয়েন্ট জিতুন!

নাগরপুরে ইসলামী ছাত্রশিবিরের কমিটিতে পুনরায় তোফায়েল, নতুন মুখ মাহিন..

MD SHIPON RANA avatar   
MD SHIPON RANA
নাগরপুরে ইসলামী ছাত্রশিবিরের কমিটিতে পুনরায় তোফায়েল, নতুন মুখ মাহিন


নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নাগরপুর উপজেলা শাখার ২০২৫ সেশনের বাকি সময়ের জন্য নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়েছে। সাম্প্রতিক এক জরুরি সাথী সমাবেশে সাথীদের প্রত্যক্ষ ভোটে মো. তোফায়েল আহমেদ পুনরায় উপজেলা সভাপতি নির্বাচিত হয়েছেন। একই সঙ্গে, রাকিবুল ইসলাম মাহিনকে নতুন উপজেলা সেক্রেটারি হিসেবে দায়িত্ব প্রদান করা হয়।

গত ১ আগস্ট, শুক্রবার সকাল ১০টায় উপজেলার জামায়াতে ইসলামীর কার্যালয়ে অনুষ্ঠিত হয় উক্ত সমাবেশ। সভায় সভাপতিত্ব করেন সদ্য পুনর্নির্বাচিত উপজেলা সভাপতি মো. তোফায়েল আহমেদ এবং সঞ্চালনায় ছিলেন সাবেক উপজেলা সেক্রেটারি আ. হাকিম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মো. মাজহারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা এইচআরডি সম্পাদক মো. তাওহিদ ইসলাম।

সমাবেশ শেষে নতুন সভাপতির জন্য ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। জেলা সভাপতির অনুমোদিত ব্যালটপেপারে ভোট সম্পন্ন হলে সর্বোচ্চ ভোট পেয়ে মো. তোফায়েল আহমেদ পুনরায় সভাপতি নির্বাচিত হন। পরে সংগঠনের পক্ষ থেকে তাকে শপথ পাঠ করানো হয়। নবনির্বাচিত সভাপতি সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ ও সাথীদের পরামর্শক্রমে রাকিবুল ইসলাম মাহিনকে সেক্রেটারি হিসেবে মনোনীত করেন।

নবনির্বাচিত সভাপতি তোফায়েল আহমেদ বলেন, “সাথীদের আস্থা ও ভালোবাসায় আবারো এই মহান দায়িত্ব পেয়ে আমি কৃতজ্ঞ। আমি যেন সংগঠনের আদর্শ ও উদ্দেশ্য বাস্তবায়নে আন্তরিকভাবে কাজ করতে পারি, সেজন্য দোয়া চাই। ইসলামী ছাত্রশিবির সবসময় নৈতিক শিক্ষার পক্ষে এবং ছাত্রদের অধিকার প্রতিষ্ঠায় সোচ্চার থেকেছে।” তিনি আরও জানান, শিক্ষা, গবেষণা ও সাংস্কৃতিক উন্নয়নের মাধ্যমে ছাত্রসমাজকে গড়ে তোলার প্রচেষ্টা চলবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা শাখার সাবেক-বর্তমান দায়িত্বশীলসহ সাথী ও কর্মীবৃন্দ।
উল্লেখযোগ্যভাবে, মো. তোফায়েল আহমেদ ইতিপূর্বে সংগঠনের উপজেলা সভাপতি ও সেক্রেটারির দায়িত্ব পালন করেছেন। রাজনৈতিক চরম দমন-পীড়নের সময় তিনি দীর্ঘদিন কারাভোগ করেন। তিনি জুলাই আন্দোলনেরও একজন প্রভাবশালী সংগঠক হিসেবে সুপরিচিত। অপরদিকে, নবনির্বাচিত সেক্রেটারি মাহিন পূর্বে বায়তুলমাল সম্পাদকসহ বিভিন্ন সাংগঠনিক দায়িত্ব সাফল্যের সঙ্গে পালন করেছেন।

کوئی تبصرہ نہیں ملا