নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের নাগরপুরে স্কুলছাত্রী নওরীন আক্তারের মর্মান্তিক সড়ক দুর্ঘটনার পর প্রশাসনের কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন। আজ সোমবার এক গুরুত্বপূর্ণ সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে—নাগরপুর–পাকুটিয়া রুটে আর কোনোভাবেই ‘এসবি লিংক’ নামের বাস চলবে না।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত মোহাম্মদ নোমান। এতে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, শিক্ষার্থী ও পরিবহন শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।
ইউএনও আরাফাত মোহাম্মদ নোমান বলেন, “এই রুটে নিরাপদ ও শৃঙ্খল পরিবহন ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত কোনো বাস চলবে না। অন্যথায় সড়ক পরিবহন আইনে মোবাইল কোর্ট পরিচালনা করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরও জানান, নতুন কোনো বাস নাগরপুর রুটে চালু করতে চাইলে নির্দিষ্ট কিছু শর্ত মানতে হবে। এর মধ্যে রয়েছে—
১. প্রশিক্ষণপ্রাপ্ত ড্রাইভারের সব তথ্য প্রশাসনের কাছে জমা দিতে হবে।
২. ফিটনেসবিহীন বাস চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ।
৩. চালকদের ডোপ (মাদক) টেস্ট বাধ্যতামূলক।
৪. চালক ছাড়া অন্য কেউ গাড়ি চালাতে পারবে না।
৫. প্রতিটি গাড়িতে সিসিটিভি ক্যামেরা স্থাপন ও ড্রাইভার–হেল্পারের তথ্য গাড়ির ভেতরে প্রদর্শন করতে হবে।
সভায় উপস্থিত সবাই ইউএনওর এই উদ্যোগকে স্বাগত জানান। স্থানীয়দের মতে, এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে নাগরপুর–পাকুটিয়া রুটের বিশৃঙ্খলা ও দুর্ঘটনা অনেকটাই কমে আসবে, যাত্রীদের নিরাপত্তাও নিশ্চিত হবে।