close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

নাগরপুরে আইনশৃঙ্খলা,মাদক, সন্ত্রাস ও বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতনতামূলক আলোচনা..

MD SHIPON RANA avatar   
MD SHIPON RANA
নাগরপুরে আইনশৃঙ্খলা,মাদক, সন্ত্রাস ও বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতনতামূলক আলোচনা..

 

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের নাগরপুর উপজেলার বেকড়া ইউনিয়নের বারাপুষা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং, সন্ত্রাস ও চাঁদাবাজি প্রতিরোধে এক সচেতনতামূলক আইনশৃঙ্খলা মিটিং অনুষ্ঠিত হয়।

আজকের এ মিটিংয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) জনাব মো: রফিকুল ইসলাম। তিনি মাদক, সন্ত্রাস, ইভটিজিং ও বাল্যবিবাহের ভয়াবহতা এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেকড়া আটগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান মো: আবদুল বারেক বারী। অনুষ্ঠানটি পরিচালনা করেন মো: রফিকুল ইসলাম রিপন, সিনিয়র সহ-সভাপতি, বেকড়া আটগ্রাম ইউনিয়ন বিএনপি।

সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে সবাই একযোগে সমাজ থেকে এসব অপরাধ দূর করতে প্রতিজ্ঞাবদ্ধ হন।

No comments found