নাগরপুর বাজারে মোবাইল কোর্ট অভিযান, বিভিন্ন দোকানকে জরিমানা..

MD SHIPON RANA avatar   
MD SHIPON RANA
নাগরপুর বাজারে মোবাইল কোর্ট অভিযান, বিভিন্ন দোকানকে জরিমানা

 

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের নাগরপুর বাজারসহ উপজেলার বিভিন্ন বাজারের অব্যবস্থাপনা নিয়ে অভিযোগের প্রেক্ষিতে মোবাইল কোর্টের অভিযান শুরু হয়েছে। সোমবার (২৭/৮/২০২৫) সকাল থেকে নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরাফাত মোহাম্মদ নোমান এর নেতৃত্বে সেনাবাহিনীর সহযোগিতায় নাগরপুর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা গোলাম উপস্থিত ছিলেন।

অভিযানে মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি প্রস্তুত, মানুষের চলাচলের পথ দখল করে পণ্যসামগ্রী রাখা, কাঁচা বাজার ও মাংসের দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করা—এমন নানা অনিয়ম ধরা পড়ে। এছাড়া যানজট নিরসনের জন্য রাত ১০টা থেকে সকাল ৭টার মধ্যে ট্রাকের পণ্য লোড-আনলোডের নির্দেশনা থাকলেও তা অমান্য করার কারণে দুটি ট্রাকের কাগজপত্র জব্দ করা হয়।

অভিযান চলাকালে দুইটি মিষ্টির দোকান, দুটি মাংসের দোকান, একটি হার্ডওয়্যার দোকান এবং একটি প্লাস্টিক পণ্যের দোকানকে মোট ১২ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

ইউএনও আরাফাত মোহাম্মদ নোমান জানান, এ অভিযান মূলত সতর্কতামূলক। ধাপে ধাপে নাগরপুর উপজেলার প্রতিটি বাজারেই এ ধরনের অভিযান পরিচালনা করা হবে।

জনগণের উদ্দেশে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বাজারের যেকোনো অনিয়ম বা অসঙ্গতির বিষয়ে সাধারণ মানুষ মন্তব্য ও অভিযোগ জানাতে পারবেন।

No comments found