গ্রেফতারকৃতরা হলো: মুক্তাগাছা উপজেলার ১নং দুল্লা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মেম্বার ও ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সোহেল মিয়া ও পৌরসভার ৫ নং ওয়ার্ড আ.লীগের সভাপতি মো.নবী হোসেন।
শুক্রবার দুল্লা এলাকায় সোহেলকে এবং পাড়াটঙ্গী থেকে নবীকে গ্রেফতার করে পুলিশ।
স্থানীয়দের সূত্রে জানা যায়,দুল্লা ইউপির ৫ নং ওয়ার্ডের মেম্বার ও আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সোহেল মিয়া দির্ঘদিন যাবৎ এলাকার সুদি কারবারির মাধ্যমে সাধারণ মানুষের হয়রানি করে আসছে। অভিযোগ রয়েছে ভূক্তভোগী এক প্রবাসীর স্ত্রী সোহেল মেম্বারের থেকে ৪ লাখ টাকা সুদে নেয়। পরবর্তীতে সেই সুদের টাকা পরিশোধ করতে না পারাই আ.লীগ আমলে কৌশলে নয়ছয় দলিলের মাধ্যমে সোহেল মেম্বারের লোকজন জোরপূর্বক ব্লাকমেইল করে প্রবাসীর স্ত্রীর ২ তলা বাড়ী দখলে নিয়ে নেয়। এখনো পর্যন্ত বাড়িটি তাদের দখলে রয়েছে।
এ প্রসঙ্গে ভূক্তভোগী প্রবাসীর স্ত্রী বলেন, তিন বছর পূর্বে সোহেল মেম্বারের থেকে ৪ লাখ টাকা সুদ নিই। পরবর্তীতে ৪ লাখ টাকাকে ৪০ লাখ বানিয়ে গোপনে স্টাম্পে স্বাক্ষর নিয়ে রাখেন মেম্বার। আমি লেখাপড়া না জানা মানুষ তাদের কৌশল বুঝতে পারিনি। পরবর্তীতে ঋণ পরিশোধ করতে বাড়িটি বিক্রি করতে চাইলে সোহেল মেম্বার তার বাড়িতে আমাকে ডেকে নিয়ে জোরপূর্বক আরও একটি স্টাম্পে স্বাক্ষর করে নেয়। পরে জানতে পারলাম কৌশলে স্টাম্পে আমার বাড়ি লিখে নিয়েছে মেম্বার ও তার লোকজন। আমি বাড়ী উদ্ধারে প্রশাসনের সহযোগিতা কামনা করছি।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিপন চন্দ্র গোপ জানান,তাদের বিরুদ্ধে মামলা রয়েছে। শুক্রবার তাদেরকে গ্রেফতার করা হয়েছে এবং শনিবার তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।