close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

মুজিববাদীদের হাত থেকে মুক্তিযুদ্ধকে রক্ষা করতে হবে : নাহিদ..

Sujat Molla avatar   
Sujat Molla
মুজিববাদীদের হাত থেকে মুক্তিযুদ্ধকে রক্ষা করতে হবে : নাহিদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, মুজিবাদ আর মুক্তিযুদ্ধ এক নয়। মুজিববাদীদের হাত থেকে আমাদের মুক্তিযুদ্ধকে রক্ষা করতে হবে। বাংলাদেশের জনগণকে রক্ষা করতে হবে। ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে হবে।

 

 

বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে রাজবাড়ী শহরের রেলগেট এলাকায় শহীদ স্মৃতিস্তম্ভে এনসিপির দেশ গড়তে জুলাই পদযাত্রার পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, মুজিবাদ আর মুক্তিযুদ্ধ এক নয়। মুজিববাদীদের হাত থেকে আমাদের মুক্তিযুদ্ধকে রক্ষা করতে হবে। বাংলাদেশের জনগণকে রক্ষা করতে হবে। ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে হবে।

 

 

বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে রাজবাড়ী শহরের রেলগেট এলাকায় শহীদ স্মৃতিস্তম্ভে এনসিপির দেশ গড়তে জুলাই পদযাত্রার পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আমাদের লক্ষ্য একটাই- নতুন বাংলাদেশ বিনির্মাণ করা। সেই লড়াইয়ে আমরা জানি- রাজবাড়ীবাসীকে পাশে পাবো। আগামী তিন আগস্ট আমরা জাতীয় শহীদ মিনারে জড়ো হচ্ছি। রাজবাড়ীবাসীকে সেখানে যাওয়ার আহ্বান জানাচ্ছি।

 

 

পথ সভায় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, যুগ্ম-আহ্বায়ক ডা. তাসনিম জারা, যুগ্ম-আহ্বায়ক খালেদ সাইফুল্লাহসহ অন্যরা।

 

 

এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সামান্তা শারমিন, সদস্য সচিব আখতার হোসেন, প্রধান সমন্বয়কারী নাসীরুদ্দিন পাটওয়ারীসহ কেন্দ্রীয় ও জেলা-উপজেলার নেতারাসহ অনেকে।

Không có bình luận nào được tìm thấy