close

লাইক দিন পয়েন্ট জিতুন!

মতলব উত্তরে গুলি করে হত্যার পর বন্ধুকে হুমকি অভিকে খাইছি এবার তোকে খাবো।..

ShahidulIslamkhokan avatar   
ShahidulIslamkhokan
****


মতলব উত্তরে গুলি করে হত্যার পর বন্ধুকে হুমকি 
অভিকে খেয়ে ফেলেছি এবার তোকেও খাবো
শহিদুল ইসলাম খোকন:
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মিজানুর রহমান অভিকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যারপর অভির বন্ধু নূরে আলমকে হুমকি দিয়ে বলেছে, অভিকে খেয়ে ফেলেছি এবার তোকেও খাবো। বুধবার (১৩ আগস্ট) ভোরে উপজেলার এখলাছপুর ইউনিয়নের হাশিমপুর বকুলতলা এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে।
নিহত মিজানুর রহমান অভি (৩২) উপজেলার এখলাছপুর ইউনিয়নের হাশিমপুর গ্রামের হাবিব উল্লার ছেলে। 
স্থানীয় সূত্রে জানা গেছে, অভি নারায়ণগঞ্জে পরিবার নিয়ে বসবাস করতেন এবং সেখানে অটোরিকশা চালাতেন। কয়েকদিন পরপর নিজের গ্রামে আসতেন। গত ৪-৫ দিন আগে নারায়ণগঞ্জ থেকে বাড়িতে আসনে অভি। সম্প্রতি তার সঙ্গে স্থানীয় ডাকাত, সন্ত্রাসী,  মাদককারবারী ও একাদিক মামলার আসামী নাহিদ গাজীর আধিপত্য নিয়ে বিরোধ চলছিল। 

বুধবার ভোরে স্থানীয় কামাল নামের এক ব্যক্তি ব্যবসার কাজে একলাছপুর ঘাটে যাওয়ার পথে রাস্তায় অভিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে এলাকাবাসীকে খবর দেন। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মিজানুর রহমান অভির বন্ধু নুর আলম বেপারী বলেন, বুধবার রাত আনুমানিক ৩টা ১৫ মিনিটের দিকে নাহিদ গাজীর ভাই নাজমুল গাজীর ফোন থেকে আমাকে কল দিয়ে নাহিদ জানায়, অভিকে খেয়ে ফেলেছি, এবার তোকেও খেয়ে ফেলবো। এ সময় ফোনের অন্য প্রান্ত থেকে কান্নার শব্দও শোনা যায়।

মতলব উত্তর থানার ওসি মো. রবিউল হক বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় প্রমাণ সংগ্রহ করেছে। আসামিদের গ্রেপ্তারে বিশেষ অভিযান চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে পাঠানো হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
ক্যাপশন: গুলিতে নিহত অভির লাশ।

 

Aucun commentaire trouvé