close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

মৌতলা ইউনিয়নে জলবায়ু ও পুষ্টি কার্যক্রম জোরদারে এমএসপি গঠন ও পরিকল্পনা সভা..

এস এম তাজুল হাসান সাদ avatar   
এস এম তাজুল হাসান সাদ
****

মৌতলা ইউনিয়নে জলবায়ু ও পুষ্টি কার্যক্রম জোরদারে এমএসপি গঠন ও পরিকল্পনা সভা

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ১২ নং মৌতলা ইউনিয়ন পরিষদে লিডার্স-এর ক্লাইমেট অ্যাকশন অ্যাট লোকাল লেভেল (কল) প্রকল্পের আওতায় মাল্টি-স্টেকহোল্ডার প্ল্যাটফর্ম (এমএসপি) গঠন ও পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ১২ নং মৌতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফেরদাউস মোড়ল।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য দপ্তরের প্রতিনিধি সাবিনুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ মাসুদ রানা, শিক্ষক খান সিরাজুল ইসলাম, পরিবার পরিকল্পনা সহকারী মোছাঃ আফছানা তাছমীন, প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ান মোঃ শাহিনুর রহমান (সুমন), সিভিল সোসাইটি প্রতিনিধি কাজী মনিরুল ইসলাম, ইউপি সদস্য মির্জা সাদেক আলীসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের প্রতিনিধিবৃন্দ। লিডার্স কল প্রকল্পের প্রকল্প কর্মকর্তা সুব্রত কুমার গাইন এবং এমএসপি কমিটির সম্মানিত সদস্যরাও সভায় অংশগ্রহণ করেন।

সভায় মাল্টি-স্টেকহোল্ডার প্ল্যাটফর্মের মূলনীতি, লক্ষ্য, উদ্দেশ্য, কার্যক্রম ও প্রত্যাশিত ফলাফল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উপজেলা মৎস্য দপ্তরের প্রতিনিধি সাবিনুর রহমান তাঁর বক্তব্যে পুষ্টি ও জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে আলোকপাত করেন এবং বিশেষভাবে জেলে জনগোষ্ঠীকে কার্যক্রমের আওতায় আনার আহ্বান জানান। তিনি বলেন, পুষ্টি চাহিদা পূরণে মাছের কোনো বিকল্প নেই এবং এমএসপি কমিটির নির্ধারিত সময়ের মধ্যে কার্যক্রম বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।

বিশেষ আলোচনায় উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ মাসুদ রানা শিশুদের স্বাস্থ্য সুরক্ষা ও পুষ্টি নিশ্চিতকরণের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। তিনি প্রতিদিনের খাদ্যতালিকায় পর্যাপ্ত সবজি, মাছ, তেলজাতীয় বীজ, আমিষ ও শর্করা অন্তর্ভুক্ত করার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান। পাশাপাশি এমএসপি কমিটির কার্যক্রম যেন কেবল কাগজে-কলমে সীমাবদ্ধ না থেকে মাঠপর্যায়ে বাস্তবায়িত হয়—সেজন্য সংশ্লিষ্ট সকলকে সক্রিয় ভূমিকা রাখার অনুরোধ করেন। বক্তব্যের শেষে তিনি ইউনিয়ন পর্যায়ে পুষ্টি বিষয়ক কার্যক্রম বাস্তবায়নে লিডার্স পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সভাপতির সমাপনী বক্তব্যে চেয়ারম্যান মোঃ ফেরদাউস মোড়ল সকলের সুস্বাস্থ্য কামনা করেন এবং এমএসপি কমিটির কার্যক্রম সফলভাবে এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করে সভার সমাপ্তি ঘোষণা করেন। সভাটি সঞ্চালনা করেন সুমন কুমার ঢালী, ফিল্ড ফ্যাসিলিটেটর, লিডার্স, প্রকল্প অফিস, কালিগঞ্জ, সাতক্ষীরা।

No comments found


News Card Generator