close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

মৌলভীবাজারে যুব র‍্যালি:ঋণ বিতরণ ও বৃক্ষরোপণ

Satyajit Das avatar   
Satyajit Das
Moulvibazar celebrated National and International Youth Day 2025 with rallies, loan distribution, tree plantation, and cleanliness drives, highlighting youth empowerment through technology and partner..

সত্যজিৎ দাস:

প্রযুক্তি নির্ভর যুবশক্তি ও বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতির প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ পালিত হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) সকালে জেলা প্রশাসক কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আবুল খায়ের। স্বাগত বক্তব্য রাখেন যুব প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কো-অর্ডিনেটর মোঃ রফিকুল ইসলাম। সভায় সভাপতিত্ব করেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক ফরহাত নূর এবং সঞ্চালনা করেন সহকারী পরিচালক ইকবাল নাছির।

আলোচনা শেষে সদর উপজেলার ১৭ জন যুবকের মধ্যে মোট ১৯,১০,০০০ টাকা বিতরণ করা হয়। পুরো জেলায় যুব ঋণ বিতরণের মোট পরিমাণ ছিল ৪০,১০,০০০ টাকা। এছাড়া প্রশিক্ষণপ্রাপ্ত যুবকদের মধ্যে সনদপত্র প্রদান করা হয়।

জুলাই শহীদদের স্মরণে যুব প্রশিক্ষণ কেন্দ্র প্রাঙ্গণে ৩৬টি গাছের চারা রোপণ করা হয়। পরে কর্মকর্তা, কর্মচারী ও যুবকদের অংশগ্রহণে ডেঙ্গু প্রতিরোধে ক্যাম্পাস জুড়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়।

অনুষ্ঠানে সাংবাদিক,প্রশিক্ষণপ্রাপ্ত যুবক-যুবতী এবং বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Aucun commentaire trouvé