বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেলের দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে গুরুতর আহত করে পালিয়ে যায়। তার চিৎকারে আশপাশের স্থানীয় সিএনজি চালকরা এগিয়ে এসে গুরুতর আহত অবস্থায় তাকে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা তাৎক্ষণিকভাবে তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
সেখানেই রাত সাড়ে ৯টার দিকে তিনি মৃত্যুবরণ করেন বলে নিশ্চিত করেছেন মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান।
নিহত রুবেল আহমদের বাড়ি কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে।
এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আইনশৃঙ্খলা বাহিনী ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে বলে জানা গেছে।