close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

মৌলভীবাজারে ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা,তদন্তে পুলিশ

Satyajit Das avatar   
Satyajit Das
A hardware businessman was stabbed to death by assailants in Moulvibazar town. Police have launched an investigation.

সত্যজিৎ দাস:

মৌলভীবাজার শহরের শমসেরনগর সড়কে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হয়েছেন শাহ ফয়েজুল রহমান রুবেল (৪০),একজন স্থানীয় ব্যবসায়ী ও এফ রহমান ট্রেডিংয়ের মালিক।

 

বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত ৮টার দিকে এই হামলার ঘটনা ঘটে। নিহত রুবেল কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের বাসিন্দা।

 

প্রত্যক্ষদর্শীরা জানান,দোকানে কাজ করার সময় একদল দুর্বৃত্ত দেশীয় ধারালো অস্ত্র নিয়ে রুবেলের ওপর অতর্কিত হামলা চালায়। তার চিৎকারে আশপাশের দোকানদার ও সিএনজি চালকরা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।

 

নিহত রুবেলের শ্যালক মো. আজিজ আহমদ জানান, রক্তাক্ত অবস্থায় রুবেল দোকান থেকে বেরিয়ে সাহায্যের জন্য আহাজারি করছিলেন। তাকে প্রথমে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে নেয়া হয় এবং পরে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এম এ জি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে পথেই তার মৃত্যু হয়।

 

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান বলেন,“ঘটনার পরপরই তদন্ত শুরু হয়েছে। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

کوئی تبصرہ نہیں ملا