close

লাইক দিন পয়েন্ট জিতুন!

মৌলভীবাজারে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন

Satyajit Das avatar   
Satyajit Das
Colorful celebrations mark International Indigenous Peoples’ Day in Moulvibazar, emphasizing rights, education, and cultural preservation.

সত্যজিৎ দাস:

"আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠা ও ভবিষ্যৎ গঠনে কৃত্রিম বুদ্ধিমত্তার সার্থক প্রয়োগ"-এ প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে আন্তর্জাতিক আদিবাসী দিবস।

 

শনিবার (৯ আগস্ট) সকালে মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বাংলাদেশ আদিবাসী ফোরাম,মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়। ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত বিভিন্ন জাতিগোষ্ঠীর নারী-পুরুষ, শিশু ও তরুণ-তরুণীরা খাসিয়া পুঞ্জি, ত্রিপুরা পল্লী ও চা-বাগান এলাকা থেকে এসে অংশ নেন।

 

জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। উদ্বোধন ঘোষণা করেন বৃহত্তর সিলেট আদিবাসী অধিকার সুরক্ষা নাগরিক কমিটির আহ্বায়ক ডাডলি ডেরিক প্রেন্টিস। পরে ফেস্টুন হাতে একটি শোভাযাত্রা শহরের কোর্ট রোডসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমিতে ফিরে আসে।

 

আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা শাখার সভাপতি ফ্লোরা বাবলী তালাং। সঞ্চালনা করেন মনিকা খংলা ও লেনচার তংপে। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাধারণ সম্পাদক জনক দেববর্মা।

 

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন; ফাদার যোষেফ গোমেজ, শরীফ জামিল, তোফাজ্জল সোহেল, অ্যাডভোকেট আবুল হাসান, মইনুর রহমান ও আ স ম সালেহ প্রমুখ। খাসি, গারো, মণিপুরি, ত্রিপুরা, ওঁরাও, ভূমিজসহ নানা জাতিগোষ্ঠীর প্রতিনিধিরাও বক্তব্য রাখেন।

 

বক্তারা বলেন,'সমাজে এখনো বৈষম্য বিদ্যমান। ভূমি অধিকার, শিক্ষা, ভাষা ও সংস্কৃতি রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। আর্থিক ও সামাজিক প্রতিবন্ধকতা দূর করে উচ্চশিক্ষায় সুযোগ বাড়াতে হবে। অধিকার আদায়ে আদিবাসীদের নিজেদের মধ্যে ঐক্যবদ্ধ হয়ে সচেতন হতে হবে'।

 

অনুষ্ঠানে বিভিন্ন জাতিগোষ্ঠীর শিল্পীরা মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন করেন। দিনব্যাপী এ আয়োজন ছিল অধিকার সচেতনতা,সংস্কৃতি রক্ষা ও ঐক্যের এক মিলনমেলা।

No comments found