close

লাইক দিন পয়েন্ট জিতুন!

মৌলভীবাজারে আন্তঃজেলা গরুচোর চক্রের কিবরিয়া গ্রেপ্তার

Satyajit Das avatar   
Satyajit Das
Police in Moulvibazar’s Kulaura have arrested Md. Abdul Mukit alias Kibria Hannan (31), a key member of an inter-district cattle theft gang, from his home in Sreemangal’s Ramnagar area. He is accused ..

সত্যজিৎ দাস:

মৌলভীবাজারের কুলাউড়ায় পুলিশের অভিযানে আন্তঃজেলা গরুচোর চক্রের অন্যতম মূলহোতা মো. আব্দুল মুকিত ওরফে কিবরিয়া হান্নান (৩১) গ্রেপ্তার হয়েছেন। বৃহস্পতিবার (১৪ আগস্ট) দিবাগতরাতে শ্রীমঙ্গল উপজেলার রামনগর এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়,২২ জুলাই রাতে শ্রীমঙ্গলের টিলাগাঁও ইউনিয়নের পাল্লাকান্দি গ্রামে চারটি গরু চুরি হয়। চোরেরা পালানোর সময় হিংগাজিয়া এলাকায় চোরাই গরু ও একটি পিকআপ ফেলে পালিয়ে যায়। পরে পুলিশ পিকআপসহ গরুগুলো উদ্ধার করে। ঘটনায় গরুর মালিক বাদী হয়ে কুলাউড়া থানায় মামলা দায়ের করেন।

গ্রেপ্তারের বিষয়ে কুলাউড়া থানার ওসি মো. ওমর ফারুক জানান,কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আজমল হোসেনের নির্দেশনায় এবং মামলার তদন্ত কর্মকর্তা এসআই হাবিবের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে মুকিতকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে।

ওসি মো. ওমর ফারুক আরও জানান,গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে চুরি ও ডাকাতিসহ বিভিন্ন থানায় মোট ছয়টি মামলা রয়েছে। চোর চক্রের অন্য সদস্যদের ধরতে অভিযান অব্যাহত আছে।

No comments found