অবস্থা অবনতি হলে রাতে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসাপাতালে প্রেরণ করা হয়। সেখান থেকেও উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নেয়ার পথে বুধবার (২০ আগস্ট) ভোর সাড়ে ৬টার দিকে তার মৃত্যু হয়। রাতে ঘাতক স্বামী দুলাল শেখকে স্থানীয়রা আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গত তিন বছর পুর্বে চিলা গাববুনিয়ার ৪নং ওয়ার্ড এলাকার মৃত্যু মোঃ জাফর শেখ এর ছেলে দুলাল শেখ (৩৮)’র সাথে একই এলাকার ইদ্রিস শেখ এর মেয়ে রঞ্জিলা বেগমে (২৮)’র বিয়ে হয়। বিয়ের পর থেকেই রঞ্জিলাকে মারধরসহ বিভিন্ন ধরনের শারীরিক নির্যাতন করে আসছিল স্বামী দুলাল। এ ঘটনায় এলাকায় বেশ কয়েকবার শালিস বৈঠকও হয়েছে কিন্ত কোন সমাধান করতে পারেনি এলাকাবাসী।
স্বজন ও এলাকাবাসীর অভিযোগ, ওই এলাকার সাবেক মেম্বার বিএনপি নেতা মোঃ খবির শেখ প্রভাবশালী হওয়ায় তার ভাই দুলাল শেখ বেপরোয়া ভাবে অপরাধ মুলক কার্যক্রম চালাতো। তার বিরুদ্ধে প্রথম স্ত্রীকে হত্যা ও এলাকায় সন্ত্রাসী কর্মকান্ডের বেশ কয়েকটি অভিযোগ রয়েছে। রঞ্জিলা বেগম স্বামী দুলালের নির্যাতন ও মারধরের ঘটনায় মোংলা থানায় সাধারন ডায়রীসহ অভিযোগও করা হয়েছিল। পরে স্বামীর নির্যাতন সইতে না পেরে দেড় মাস আগে স্বামী দুলালকে ডিভোর্স দেয় রঞ্জিলা বেগম। এরপর থেকেই তার বাবার বাড়িতে অবস্থান করছিল রঞ্জিলা। কিন্ত ডিভোর্স দেয়ায় স্বামী দুলাল ক্ষিপ্ত হয়ে বুধবার (১৯ আগস্ট) বিকালে বাবা ইদ্রিস শেখের বাড়িতে গিয়ে প্রথমে কথা বলার জন্য স্ত্রী রঞ্জিলাকে পিছনের একটি ঘরে ডাকে সে। সেখানে আসার সাথে সাথে তার মাথায় প্রথমে ইট দিয়ে আঘাত করলে মাটিতে লুটিয়ে পরে রঞ্জিলা। পরে দা দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে পালিয়ে যায় দুলাল। এসময় রঞ্জিলার ডাক চিৎকারে এলাকাবাসী ছুটে এসে মুমুর্ষ অবস্থায় তাকে প্রথমে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে অবস্থা অবনতি দেখে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার জন্য পরামর্শ দেয় কর্তব্যরত চিকিৎসক। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে আজ বুধবার (২০ আগস্ট) ভোর ৬টা ৪০ মিনিটের সময় মারা যায় রঞ্জিলা বেগম।
এ ঘটনায় অভিযুক্ত ঘাতক স্বামী দুলাল শেখকে গাববুনিয়ার জোড়া ব্রিজ এলাকার একটি চায়ের দোকান থেকে আটক করে স্থানীয় জনতা পুলিশে সোর্পদ করে। বুধবার সকালে তড়ঘড়ি করে তাকে আদালতের মাধ্যমে জেলা হাজতে পাঠায় পুলিশ। রঙ্গিরা বেগমের মরদেহ ঢাকা থেকে নিজ বাড়ি মোংলার উদ্দোশ্যে রওয়ানা হয়েছে বলে জানায় স্বজনরা।
মোংলা থানার ওসি মোঃ আনিসুর রহমান বলেন, চিলা এলাকা থেকে আসামী দুলাল শেখকে আটক করা হয়েছে। বুধবার ভোরে তাকে আদালতের মাধ্যমে জেলা হাজতে পাঠানো হয়। তবে দুলালের বিরুদ্ধে অনিত অভিযোগের ব্যাপারে আদালতে রিমান্ডের আবেদন করা হবে।
উল্লেখ্য, দুলাল শেখ’র আগেও একটি বিয়ে ছিল এবং তার দুটি সন্তান রয়েছে, সেই স্ত্রীকেও মেরে ফেলার অভিযোগ এলাকাবাসীর। পরে দুই কন্যা সন্তানের জননী রঞ্জিলাকে বিয়ে করে দুলাল শেখ।