close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

মোংলায় শেখ আব্দুল হাই ফাউন্ডেশনের বিনামূল্যে চক্ষু চিকিৎসা..

ম.ম.রবি ডাকুয়া avatar   
ম.ম.রবি ডাকুয়া
মোংলা প্রতিনিধিঃ

মোংলায় শেখ আব্দুল হাই ফাউন্ডেশনের সহযোগিতায় চক্ষু শিবিরের মাধ্যমে ৫শতাধিক চক্ষু রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেয়া হয়েছে।..

বাগেরহাট দৃষ্টিদান চক্ষু হাসপাতালের ডাক্তারদের অংশগ্রহণে এ চক্ষু চিকিৎসা সফল করা হয়।

সোমবার (২১ জুলাই) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত জেলা একীভূত চক্ষু সেবা কর্মসূচীর আওতায় কুমারখালিস্থ শেখ আব্দুল হাই সাহেবের বাড়ির সামনে স্থাপিত দৃষ্টিদান কমিউনিটি ভিশন সেন্টারে দশ জন চিকিৎসকের একটি মেডিকেল টিম বিনামূল্যে এ চিকিৎসা সেবা দেন।

৫ শতাধিক রোগীর মধ্যে ৫৮ জনকে চোখের ছানি অপারেশনের জন্য বাগেরহাট দৃষ্টিদান চক্ষু হাসপাতালে পাঠানো হয়। মঙ্গলবার (২২ জুলাই) তাদের চোখের ছানি অপারেশন ও লেন্স স্থাপন শেষে মোংলা পৌঁছে দেয়া হবে।

 

No comments found