মোল্লাহাটে সাবেক মহাসড়ক দখল : দুর্ভোগে হাজারো মানুষ
মোল্লাহাট,বাগেরহাট প্রতিনিধি :
বাগেরহাটের মোল্লাহাটে ঢাকা–খুলনা মহাসড়কের পাশের সাবেক সড়কটি দখলের অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী এক পরিবারের বিরুদ্ধে। স্থানীয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগের বাগেরহাট-১ আসনের সাবেক সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীনের একান্ত আস্থাভাজন মিল্টন মিয়ার বড় ভাই লিপটন মিয়া জোরপূর্বক রাস্তার উপর বালু ভরাট করে দখল করেছেন।
এ ঘটনায় দীর্ঘদিন ধরে হাজার হাজার মানুষের স্বাভাবিক চলাচলে চরম ভোগান্তি সৃষ্টি হয়েছে। শিক্ষার্থী, চাকরিজীবী থেকে শুরু করে সাধারণ যাত্রীরা প্রতিদিন দুর্ভোগে পড়ছেন।
অভিযোগ রয়েছে, সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হরেকৃষ্ণ অধিকারী একাধিকবার নির্দেশ দিলেও দখলদাররা রাস্তা থেকে বালু সরাননি। ফলে সমস্যার কোনো সমাধান হয়নি। এলাকাবাসী আতঙ্কের কারণে প্রকাশ্যে মুখ খুলতে সাহস পাচ্ছেন না।
একজন স্থানীয় বাসিন্দা বলেন, “আমরা অনেক কষ্টে চলাচল করি। কিন্তু ভয়ে কিছু বলতে পারি না। কারণ তারা উচ্চ পর্যায়ের প্রভাবশালী নেতা।”
এমন পরিস্থিতিতে সাধারণ মানুষ মোল্লাহাট উপজেলা প্রশাসনের প্রতি জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের দাবি, শত বছরের পুরোনো এই সরকারি রাস্তা অবিলম্বে দখলমুক্ত করে মানুষের চলাচলের পথ সুগম করতে হবে।অভিযুক্তের সাথে মুঠোফোনে কথা বলার চেষ্টা করা হলেও যোগাযোগ সম্ভবপর হয়নি।