গাইবান্ধা–কুড়িগ্রাম সদ্য উদ্বোধন হওয়া মওলানা ভাসানী সেতুর ল্যাম্পপোস্ট থেকে বৈদ্যুতিক তার চুরির ঘটনা ঘটেছে। সেতুটি উদ্বোধনের মাত্র এক দিন পরই এই চুরির ঘটনা স্থানীয়দের মাঝে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।
স্থানীয়রা জানান, সেতুর বিভিন্ন ল্যাম্পপোস্টের তার কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এতে করে রাতের বেলায় সেতুর কিছু অংশ অন্ধকারে ডুবে থাকায় যাত্রীদের চলাচলে ঝুঁকি তৈরি হয়েছে।
এ বিষয়ে সেতু কর্তৃপক্ষ জানায়, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং ইতোমধ্যেই দায়ীদের খুঁজে বের করতে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হয়েছে। দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
উল্লেখ্য, মওলানা ভাসানী সেতুটি সম্প্রতি যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয়। সেতুটি চালু হওয়ার পর থেকে স্থানীয়দের মধ্যে স্বস্তি তৈরি হলেও তার চুরির ঘটনায় হতাশা ছড়িয়ে পড়েছে।