close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

মওলানা ভাসানী সেতু’ উদ্বোধনে কুড়িগ্রামের দাবি তুললো ক্যাম্পেইন ফর কুড়িগ্রাম..

Nayon Das avatar   
Nayon Das
নয়ন দাস,কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার পাঁচপীর বাজার থেকে কুড়িগ্রামের চিলমারী উপজেলা সদরকে সংযুক্ত করা তিস্তা নদীর ওপর নির্মিত বহুল প্রত্যাশিত ‘মওলানা আব্দুল হামিদ খান ভাসানী সেতু’ অবশেষে চালু হলো। বুধবার (২০ আগস্ট ২০২৫) সকালে সেতুটি উদ্বোধন করেন অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

সেতুর উদ্বোধনের মধ্য দিয়ে উত্তরাঞ্চলের যোগাযোগব্যবস্থায় এক নতুন অধ্যায়ের সূচনা হলো। স্থানীয়রা আশা করছেন, এ সেতু চালুর মাধ্যমে কুড়িগ্রাম–গাইবান্ধা অঞ্চলের অর্থনীতি, শিক্ষা ও স্বাস্থ্য খাতে নতুন গতি আসবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষভাবে আলোচনায় আসে ‘ক্যাম্পেইন ফর কুড়িগ্রাম’। সংগঠনটির চেয়ারম্যান ড. আতিক মুজাহিদ উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে সম্মাননা প্রদান করেন।

এসময় তিনি কুড়িগ্রামের উন্নয়ন অগ্রাধিকার তুলে ধরে দাবি জানান— একটি আধুনিক ইনডোর স্টেডিয়াম, দুটি মিনি স্টেডিয়াম, চরাঞ্চলে নতুন বিদ্যালয় স্থাপন এবং বাংটু ঘাটে একটি সেতু নির্মাণের।

ড. আতিক মুজাহিদের এ দাবি উপস্থিত জনসাধারণ ও অতিথিরা গুরুত্বের সঙ্গে গ্রহণ করেন। স্থানীয়রা বলেন, ক্যাম্পেইন ফর কুড়িগ্রামের মতো উদ্যোগ কুড়িগ্রামের দীর্ঘদিনের সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখতে পারে।

No comments found