গাজীপুর কাপাসিয়া উপজেলা সাবেক সভাপতি শিবির নেতা শাহিন আলম, বারিষাব ইউনিয়ন ৬ নং ওয়াট তার বাড়ি, জুনায়েদ নামের এই ছেলেটিকে পূর্বে থেকে বাজে প্রস্তাব দিয়ে আসতো তার বাড়ি একি ঠিকানায়, এ বিষয়ে জুনায়েদ তার বন্ধুবান্ধব কে শেয়ার করে আজকে শিবির নেতা শাহিন যখন জোনায়েদকে সমকামী প্রস্তাব দেয় তখন জুনায়েদ তার বন্ধুবান্ধব কে নিয়ে নির্লজ্জ ওই শিবির নেতা শাহীনকে আটক করে।
তাই এলাকাবাসী এই বিষয়টা নিয়ে নেককার এবং খুব দুঃখ প্রকাশ করে।