ময়মনসিংহের ভালুকায় বিএনপির সংবাদ সম্মেলন: মুর্শেদ আলমের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ
সজিব আহমেদ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
৮ আগস্ট ২০২৫, শুক্রবার
ময়মনসিংহ, ভালুকা: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভালুকা উপজেলা শাখা শুক্রবার বিকেল ৫টায় ভালুকা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। এতে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ভালুকা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আলহাজ মুহাম্মদ মুর্শেদ আলমের বিরুদ্ধে উত্থাপিত মিথ্যা অভিযোগের তীব্র প্রতিবাদ জানানো হয়।
উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. সালাহউদ্দিন আহমেদ লিখিত বক্তব্যে বলেন, গত বছরের ৫ আগস্ট থেকে মুর্শেদ আলমের নেতৃত্বে ভালুকা উপজেলা বিএনপি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল কার্যক্রম পরিচালনা করে আসছে। সম্প্রতি সত ভালুকায় একটি ছুরিকাঘাতের ঘটনায় মুর্শেদ আলমের নাম জড়ানোর অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলে তিনি উল্লেখ করেন। তিনি জান্নাত ও আসিফ নামে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানান।
সালাহউদ্দিন আরও বলেন, বিএনপি সবসময় সন্ত্রাস, মাদক ও অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান পোষণ করে। মুর্শেদ আলম দলের মধ্যে এসব অপকর্মের বিরুদ্ধে শূন্য সহনশীলতার নীতি প্রয়োগ করেছেন। কিছু ব্যক্তি দলের নাম ব্যবহার করে অবৈধ কার্যকলাপে জড়ানোর চেষ্টা করলেও তা ব্যর্থ হয়েছে, এবং তাদের বিরুদ্ধে দলীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে ব্যক্তিগত স্বার্থে মিথ্যা প্রচারণায় জড়িতদের এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়। অন্যথায় তাদের বিরুদ্ধে দলীয় ও আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান মজু, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু তাহের ফকির, উপজেলা বিএনপির সদস্য সিরাজুল ইসলাম ঢালী, মনিরুজ্জামান মনির, রফিকুল ইসলাম হারিজ, স্বেচ্ছাসেবক দলের নেতা কায়সার আহমেদ, যুবদলের নেতা আল আদিন টুটুল, মহিলা দলের সাধারণ সম্পাদক শারমিন আক্তার দিনা এবং ছাত্রদলের সাধারণ সম্পাদক মাইদুল হাসান মৃদুলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।