মিরসরাইয়ে শাহীদ চৌধুরীর নেতৃত্বে খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে বৃক্ষরোপন..

M.A Hossain avatar   
M.A Hossain
****

মিরসরাই উপজেলা বিএনপির সাবেক আহবায়ক শাহীদুল ইসলাম চৌধুরীর উদ্যোগে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮১ তম জন্মবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপন রোপন করা হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) উপজেলার বড়তাকিয়ায় জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের সড়কের পাশে ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপন করা হয়। এ কর্মসূচিতে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

শাহীদুল ইসলাম চৌধুরী বলেন, ‌'গাছ হলো পরিবেশের পরম বন্ধু। আমরা চাই পরিবেশ সংরক্ষন ও সুস্থ সমাজ গঠনে সকলে একসাথে এগিয়ে আসুক। এই কর্মসূচির মাধ্যমে আমরা নিরাপদ মিরসরাই গড়তে ১ লক্ষ দেশীয় প্রজাতির বৃক্ষরোপণের সূচনা করলাম। এটি কেবল কার্বনড্রাই অক্সাইড কমিয়ে পরিবেশকে সমৃদ্ধ করবে না বরং আগামী প্রজন্মের জন্যও একটি সবুজ ও সুস্থ পরিবেশ নিশ্চিত করবে।'

বৃক্ষরোপন কার্যক্রম শেষ হওয়ার পর দক্ষিণ সৈদালী জামে মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। সেখানে খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে সকল উপস্থিত জনতা দোয়া করেন। 

No comments found