মিরসরাইয়ে প্রধান কার্যালয় উদ্বোধনের মধ্যদিয়ে প্রাতিষ্ঠানিক যাত্রা শুরু করলো Marketers Wave..

M.A Hossain avatar   
M.A Hossain
****
মিরসরাইয়ে প্রধান কার্যালয় উদ্বোধনের মধ্যদিয়ে প্রাতিষ্ঠানিক যাত্রা শুরু করেছে আইটি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান Marketers Wave। চলতি বছরের ফেব্রুয়ারি থেকে মার্কেটার্স ওয়েভের যাত্রা শুরু হলেও প্রাতিষ্ঠানিক যাত্রা শুরু হয় শুক্রবার (২২ আগস্ট)। ওইদিন বিকেলে বারইয়ারহাট পৌরসভার হাজী খায়ের সিটি সেন্টারের তৃতীয় তলায় আনুষ্ঠানিক যাত্রায় অংশ নেন উদ্যোক্তাদের পরিবারবর্গ এবং মিরসরাইয়ের বেশ কয়জন সাংবাদিক। অনুষ্ঠানসূচির মধ্যে ছিল দোয়া মোনাজাত, সদস্য পরিচিতি ও কেক কাটা। মিরসরাই উপজেলার বিভিন্ন প্রান্তের ফ্রিল্যান্সারদের সমন্বিত উদ্যোগে গড়ে উঠে এই 'মার্কেটার্স ওয়েভ' প্রতিষ্ঠানটি।
উদ্যোক্তারা বলেন, মিরসরাই থেকে শুরু হওয়া এই প্রতিষ্ঠানের শাখা আগামীদিনে দেশের গন্ডি ছাড়িয়ে পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে পড়বে। তারা আরো আশা করেন আগামীতে তারা পুরো মিরসরাইয়ের যুব সমাজকে আইটিতে দক্ষ করে গড়ে তুলতে প্রশিক্ষণ সেবা চালু করবেন। এতে করে আইটির বিভিন্ন সেক্টরে প্রশিক্ষণ নিয়ে মিরসরাইয়ের যুব সমাজ আরো দক্ষ হবে এবং পৃথিবীর বিভিন্ন দেশে কিংবা বিভিন্ন অনলাইন মার্কেটপ্লেসে কাজ করে তারা রেমিট্যান্স আয় করতে পারবেন।
No comments found