চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনকালে অভিযানে ২ টি শ্যালো ড্রেজার মেশিন, ১ টি ভেকু ও দেড় হাজার ফিট পাইপ বিনষ্ট করা হয়েছে। শনিবার বিকেল ৪ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়।
জানা যায়, উপজেলার ২ নম্বর হিঙ্গুলী ইউনিয়নের হিঙ্গুলী খালে শ্যালো ড্রেজার মেশিন দিয়ে অবৈধ বালু উত্তোলনের খবর পেয়ে মিরসরাই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়। জোরারগঞ্জ থানা পুলিশ ও সংশ্লিষ্ট বন বিভাগের সহযোগিতায় অভিযান পরিচালনা করেন মিরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম। এসময় খাল থেকে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত দুইটি শ্যালো ড্রেজার মেশিন ও একটি ভেকু বিকল করে দেওয়া হয়। পাশাপাশি বালু উত্তোলনের জন্য স্থাপিত প্রায় দেড় হাজার ফিট সংযোগ পাইপ বিনষ্ট করা হয়।
মিরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম বলেন, ‘বালু উত্তোলনে সংশ্লিষ্ট কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি বিধায় আইনের আওতায় আনা সম্ভব হয়নি। অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে মিরসরাই উপজেলা প্রশাসনের এমন অভিযান চলমান থাকবে।’