‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’-শ্লোগানে মিরসরাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। আজসোমবার (১৮ আগস্ট) মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে র্যালী, পোনা অবমুক্তকরণ ও আলোচনা সভা এবং শ্রেষ্ঠ মৎস্য চাষীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভা সিনিয়র উপজেলা মৎস্য অফিসার আরিফুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সোমাইয়া আক্তার। এসময় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায়, প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. জাকিরুল ফরিদ, বাংলাদেশ কোস্ট গার্ড মিরসরাই ক্যাম্পের কন্টিজেন্ট কমান্ডর (সিসি) আবুল কালাম, সাংবাদিক আনোয়ারুল হক নিজামী, নিজামপুর সরকারি কলেজের সাবেক উপাধ্যক্ষ মোহাম্মদ আলী, মৎস্য খামারী ইকবাল হোসেন চৌধুরী, মোহাম্মদ মোস্তফা, নাহার ফিডের সিনিয়র এক্সিকিউটিভ কোয়ালিটি কন্ট্রোল অফিসার হাশিম রাব্বি। আলোচনা সভা ও র্যালীতে সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, মৎস্য চাষী ও জেলে সম্প্রদায়ের লোকজন অংশ নেন।
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উপজেলা পর্যায়ে সফল মৎস্য চাষী ও উদ্যোক্তা হিসেবে সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান করা হয় ওসমানপুর ইউনিয়নের সাহেবপুর গ্রামের ইকবাল হোসেন চৌধুরী, মোহাম্মদ মোস্তফা, দুর্গাপুর ইউনিয়নের পূর্ব দুর্গাপুর গ্রামের নাজিম উদ্দিন ভূঁইয়া, ধুম ইউনিয়নের নাহেরপুর গ্রামের নুর উদ্দিনকে।
আলোচনা সভায় মৎস্য চাষকে শিল্প হিসেবে ঘোষণা করা এবং মুহুরী প্রজেক্টের মৎস্য প্রকল্পগুলোকে মৎস্য জোন হিসেবে ঘোষণার দাবী জানান মৎস্যচাষীরা। এসময় নিরাপদ মৎস্য চাষ ও অতিরিক্ত এন্টিবায়োটিক ওষুধ ব্যবহারে মৎস্য চাষীদের নিরুৎসাহিত করেন বক্তারা।
close
ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!
No comments found