ভাঙ্গায় যুবলীগ নেতা মিজানুর রহমান বিস্ফোরক মামলায় গ্রেপ্তার
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী ও যুবলীগ নেতা মিজানুর রহমান (৪৮) কে বিস্ফোরক মামলায় গ্রেপ্তা*র করেছে পুলিশ।
রবিবার (২৪ আগস্ট) রাত ১০টার দিকে ভাঙ্গা উপজেলার মালিগ্রাম এলাকা থেকে তাকে আটক করে ভাঙ্গা থানা পুলিশ। গ্রেপ্তা*রকৃত মিজানুর রহমান ঘারুয়া ইউনিয়নের হীরালদি গ্রামের বাসিন্দা হাবিবুর রহমানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মিজানুর রহমান দীর্ঘদিন ধরে যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত এবং সাবেক সংসদ সদস্য নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী হিসেবে এলাকায় পরিচিত।
ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আশরাফ হোসেন জানান,
> “বিস্ফোরক মা-ম-লার অভিযোগে মিজানুর রহমানকে গ্রেপ্তা*র
করা হয়েছে।”