মিফতাহুল জান্নাহ মহিলা মাদরাসায় পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত..

মোহাম্মাদ ইমরান মোল্যা avatar   
মোহাম্মাদ ইমরান মোল্যা
মোহাম্মাদ ইমরান, ফরিদপুর:

ফরিদপুর জেলার বোয়ালমারী পৌরসভার কলারণ খেলার মাঠ সংলগ্ন মধ্যেরগাতীতে অবস্থিত মিফতাহুল জান্নাহ মহিলা মাদরাসায় দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ আগস্ট, ২০২৫) সকাল ১০টায় মাদরাসা প্রাঙ্গণে এই অনুষ্ঠান আয়োজিত হয়।

অনুষ্ঠানে মাদরাসার মুহতামিম মাওলানা মো. রফিকুল ইসলাম, সহকারী পরিচালক হাফেজ ক্বারী আবু হানিফ শেখ, মহিলা শাখার প্রধান শিক্ষিকা মোসা. আছিয়া বেগম, সহকারী শিক্ষিকা মোসা. রুপা খানম এবং মোসা. কারিমা খানম উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।

অনুষ্ঠানে নূরানী বিভাগের প্লে ও নার্সারীর দ্বিতীয় সাময়িক পরীক্ষায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। একইসাথে, জামাতখানা ও কিরাত বিভাগের প্রথম সাময়িক পরীক্ষার ফলাফলও ঘোষণা করা হয়। এসময় শিক্ষার্থীদের পাশাপাশি তাদের অভিভাবকবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

No comments found