এবার তাঁর শিকার ন্যাশভিল। ফোর্ট লডারডেলের চেজ স্টেডিয়ামে মেসির জোড়া গোলেই ২-১ ব্যবধানে জয় পায় ইন্টার মায়ামি।
লিগে আগের চার ম্যাচে মেসি জোড়া গোল করেছিলেন মন্ট্রিয়ল, কলম্বাস, আবার মন্ট্রিয়ল এবং নিউ ইংল্যান্ড রেভ্যুলুশনের বিপক্ষে। টানা চার ম্যাচে জোড়া গোল করে আগেই রেকর্ড গড়েছিলেন। এবার সেই রেকর্ডেই যোগ করলেন আরেকটি অধ্যায়।
ম্যাচের প্রথম গোলটি আসে ১৭তম মিনিটে—একটি দুর্দান্ত ফ্রি কিকে। প্রতিপক্ষের ফাউলে পাওয়া ফ্রি কিক থেকে মানবপ্রাচীরের মাঝ দিয়ে নিচু শটে বল জালে জড়ান মেসি। গোলকিপারের নিকট পোস্টের ফাঁক দিয়ে বল ঢুকিয়ে দেন—পুরোপুরি মেসি স্টাইলে।
দ্বিতীয় গোলটি মেসি পেয়েছেন ৬২তম মিনিটে। ন্যাশভিল গোলরক্ষক জো উইলিস সতীর্থের ব্যাক পাস থেকে বল ধরে তালগোল পাকিয়ে ফেলেন এবং তা পৌঁছে যায় মেসির পায়ে। এমন সুবর্ণ সুযোগ তো আর হাতছাড়া করেন না আর্জেন্টাইন মহাতারকা।
মেসির এই ফ্রি কিক গোলটি তাঁকে আরেকটি রেকর্ডের কাতারে তুলে দিয়েছে। এটি ছিল তাঁর ক্যারিয়ারের ৬৯তম ফ্রি কিক গোল। এই গোলের মাধ্যমে মেসি পিছনে ফেলেছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি মার্কোস আসুনসিওকে (৬৮)। এখন তিনি চতুর্থ সর্বোচ্চ ফ্রি কিক গোলদাতা। তাঁর সামনে আছেন কেবল জুনিনিও (৭২), রবার্তো দিনামাইট (৭৫) ও মার্সেলিনো কারিওকা (৭৮)।
ন্যাশভিল অবশ্য ম্যাচে একবার সমতায় ফিরেছিল। দ্বিতীয়ার্ধের শুরুতেই, ৪৯তম মিনিটে হ্যানি মুখতারের গোলে ম্যাচে ফিরে তারা। কিন্তু শেষ পর্যন্ত জয়টা তুলে নেয় মায়ামিই।
এই জয়ে ইন্টার মায়ামি লিগে টানা ছয় ম্যাচে অপরাজিত থাকল। ১৯ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে তারা আছে ইস্টার্ন কনফারেন্সের পঞ্চম স্থানে। ন্যাশভিল তিন ম্যাচ বেশি খেলে ৪১ পয়েন্ট নিয়ে রয়েছে তিনে। ২২ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে শীর্ষে ফিলাডেলফিয়া।