close

লাইক দিন পয়েন্ট জিতুন!

মেঘনা নদীতে ১৮ হাজার বস্তা সিমেন্টসহ লাইটার জাহাজ ডুবে গেছে।..

মোঃশরিফ হোসেন avatar   
মোঃশরিফ হোসেন
****

চাঁদপুরের মেঘনা নদীতে শাহ সিমেন্ট কোম্পানির মালবাহী একটি লাইটার জাহাজ ১৮ হাজার ৫০০ বস্তা সিমেন্টসহ ডুবে গেছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে চাঁদপুর সদর উপজেলার দোকানঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
 
এ বিষয়ে চাঁদপুর নৌ পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
 
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সকালে নোঙর করা অবস্থায় এমভি চাঁদতারা-৮ নামক একটি লাইটার জাহাজ তীব্র নদীস্রোতের কারণে নোঙর ড্র্যাগিং করে পাশের অপর একটি জাহাজ এমভি জামান-এর ওপর পড়ে। এতে চাঁদতারা-৮ এর ইঞ্জিন রুমের তলা ফেটে গিয়ে পানি ঢুকতে শুরু করে। তাৎক্ষণিকভাবে জাহাজটির মাস্টার সেটিকে নদীর কিনারে নেয়ার চেষ্টা করেন, তবে শেষপর্যন্ত সেটি ১৮ হাজার ৫০০ বস্তা সিমেন্টসহ পুরোপুরি নিমজ্জিত হয়।
 
ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি এবং সব নাবিক নিরাপদে রয়েছেন।
 
নৌ পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান জানান, জাহাজটির মাস্টারের ভুল সিদ্ধান্ত ও অদক্ষতার কারণেই দুর্ঘটনাটি ঘটে। তিনি বলেন, “তীব্র স্রোতের মধ্যে মাস্টার নোঙর ড্র্যাগিং করে জাহাজটি যশোরের অভয়নগরের উদ্দেশ্যে চালু করেন। এসময় পাশের আরেকটি জাহাজের ওপর পড়ে সংঘর্ষ ঘটে।”
 
এদিকে, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) চাঁদপুর অঞ্চলের উপ-পরিচালক বশির আলী খান জানান, খবর পেয়ে বিআইডব্লিউটিএ’র মার্কিং টিম ঘটনাস্থলে পৌঁছে নিমজ্জিত জাহাজটিকে শনাক্ত করেছে। জাহাজটির সুপার স্ট্রাকচারের ওপরে প্রায় ১০ ফুট পানি রয়েছে বলে জানা গেছে। তবে এটি মূল নৌচ্যানেলের বাইরে অবস্থান করছে, ফলে চলাচলে কোনো ব্যাঘাত সৃষ্টি হয়নি। বর্তমানে জাহাজটিকে একটি জিআরপি বয়া দিয়ে চিহ্নিত করার কাজ চলছে।

Ingen kommentarer fundet